For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে 'সংকট'! ফের এক শরিক হারানোর পথে মোদীর দল

ফের এক শরিক হারাতে চলেছে বিজেপি। মোদী-অমিত শাহের দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে ভারত ধর্ম জন সেনা। বিডিজেএস কেরলে বিজেপির জোট শরিক।

Google Oneindia Bengali News

ফের এক শরিক হারাতে চলেছে বিজেপি। মোদী-অমিত শাহের দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে ভারত ধর্ম জন সেনা। বিডিজেএস কেরলে বিজেপির জোট শরিক।

বাড়ছে সংকট! ফের এক শরিক হারানোর পথে মোদীর দল

কেরলের চেঙ্গানুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির সঙ্গে অসহযোগিতা চালিয়ে যাবে বিজেপির জোট শরিক ভারত ধর্ম জন সেনা। উপ নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে নামতেও নারাজ এই দল।

কেরলের চেঙ্গানুর কেন্দ্রের সিপিএম বিধায়ক কেকে রামচন্দ্রন নায়ারের মৃত্যু জেরে আসনটি শূন্য রয়েছে। ২৮ মে এই আসনে উপনির্বাচন।

বিডিজেএস-এর তরফে জানানো হয়েছে, তারা এখনও এনডিএ শরিক। বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে এই দল। প্রতিশ্রুতি পূরণ না হলে, অসহযোগিতা চালিয়ে যাওয়া হবে। এমন কী উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এই দলের তরফে।

সূত্রের খবর অনুযায়ী, বিজেপি বিডিজেএস-কে গুরুত্বপূর্ণ পদের আশ্বাস দিয়েছিল। আশ্বাসে ভর করে ২০১৫-তে এই দল এনডিএ-তে যোগ দেয়।

বিডিজেএস কেরলের অনগ্রসর শ্রেণির স্বার্থরক্ষাকারী সংগঠন এনএসডিপির রাজনৈতিক শাখা। প্রতিশ্রুতির টানাপোড়েনে ২০১৬-র নির্বাচনে এই দল বিজেপির থেকে দূরে সরে ছিল। নির্বাচনে বিজেপির রাজ্য শাখার প্রাক্তন প্রধান পিএস শ্রীধরন পিল্লাই তৃতীয়স্থানে ছিলেন। এবারও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে পিল্লাই।

English summary
BJP is going to lose another alliance again in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X