For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে শক্তিবৃদ্ধি বিজেপির, নীতীশের মন্ত্রিসভায় যোগ হল ১৭ নতুন নাম

বিহারে শক্তিবৃদ্ধি বিজেপির, নীতীশের মন্ত্রিসভায় যোগ হল ১৭ নতুন নাম

  • |
Google Oneindia Bengali News

মসনদে বসেই এবার বড়সড় সিদ্ধান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। জল্পবা চলছিলই এবার তা শেষ করে বিহারের মন্ত্রিসভায় যুক্ত হল আরও ১৭জনের নাম। এইখবর শোনা মাত্রই বিভিন্ন প্রতিক্রিয়া মিলতে শুরু করেছে বিহারের রাজ্য-রাজনীতির ময়দান থেকে।

বিজেপি থেকে ৯, জেডিইউ থেকে ৮

বিজেপি থেকে ৯, জেডিইউ থেকে ৮

যদিও নতুন মন্ত্রিসভায় বিজেপির ৯জন ও জেডিইউর ৮জন মন্ত্রী পদে বসেছেন বলে জানা যাচ্ছে। এদিন বিহারের রাজভবন থেকে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। এমনকী রাজ্যপাল ফাগু চৌহানের উপস্থিতিতেই নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানও সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির হাত ধরে নির্বাচনী লড়াইয়ে নেমে আজ থেকে ৮০ দিন আগেই ফের বিহারের মসনদে বসেন নীতিশ। যদিও তখনই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা করা না হলেও তা যে শুধুই সময়ের অপেক্ষা ছিল তা বোঝা যাচ্ছিল।

কেমন ছিল শেষ বিধানসভা নির্বাচনের ফল ?

কেমন ছিল শেষ বিধানসভা নির্বাচনের ফল ?

এমনকী নীতশ মুখ্যমন্ত্রী হলেও ধারে ভারে যে বিহারে বিজেপির ক্ষমতা অনেকটাই বেড়েছে তা শেষ নির্বাচনী ফলাফলেই প্রকাশ পেয়েছে। এমনকী শেষ বিধানসভা নির্বাচনে জোটে লড়লেও বিজেপি একার ক্ষমতায় পায় ৭৪টি আসন। যদিও জেডিইউ জয়ী হয়েছিল মাত্র ৪৩টি আসনে। এমতাবস্থায় পদ্মশিবিরের শঙ্গী শলাপরমর্শ করেই চূড়ান্ত মন্ত্রিসভা ঘোষণা করতে গিয়েই এই বিলম্ব বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকায় কারা ?

নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকায় কারা ?

এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন শাহনওয়াজ হুসেন (বিজেপি), শ্রাবণ কুমার (জেডিউ বিধায়ক, নালন্দা), মদন সাহনি (জেডিউ বিধায়ক, বাহাদুরপুর), প্রমোদ কুমার (বিজেপি বিধায়ক, মতিহারি), সঞ্জয় কুমার ঝা (জেডিইউ), লেশি সিং (জেডিউ বিধায়ক, ধমদহ), সম্রাট চৌধুরী (বিজেপি এমএলসি), নীরজ কুমার সিং বাবলু (বিজেপি বিধায়ক, ছাতাপুর), সুবাস সিং (বিজেপি বিধায়ক, গোপালগঞ্জ), নিতিন নবীন (বিজেপি বিধায়ক, বঙ্কিপুর)।

 মন্ত্রিসভায় জেডিইউ-বিজেপি ক্ষমতা প্রায় সমান সমান

মন্ত্রিসভায় জেডিইউ-বিজেপি ক্ষমতা প্রায় সমান সমান

এদিকে বর্তমানে বিহারের মন্ত্রিসভায় বিজেপি ও জেডিইউ-র শক্তি সমীকরণের দিকে দেখলে বোঝা যায় দুটি দলের মধ্যে বর্তমানে বিশেষ পার্থক্য নেই। এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে আরও রয়েছেন সুমিত কুমার সিং (স্বতন্ত্র বিধায়ক, চাকাই), সুনীল কুমার (জেডিউ), নারায়ণ প্রসাদ (বিজেপি), জয়ন্ত রাজ (জেডিউ বিধায়ক, আমারপুর), অলোক রঞ্জন (বিজেপি বিধায়ক, সাহারসা), জামা খান (চাঁনপুর বিধায়ক), জনক রাম (বিজেপি)।

 অল্পেতেই ক্ষমতা পেয়েছে, বখে যাওয়া ছেলে! সংকটে বাংলার সংস্কৃতি, অভিষেককে নিশানা নাড্ডার অল্পেতেই ক্ষমতা পেয়েছে, বখে যাওয়া ছেলে! সংকটে বাংলার সংস্কৃতি, অভিষেককে নিশানা নাড্ডার

English summary
bjp is gaining strength in bihar 17 new names have been added to nitish's cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X