
রাজ্যসভা নির্বাচন: মহারাষ্ট্র ও হরিয়ানায় হিসেবের বাইরে জয় বিজেপির! অস্বস্তিতে শিবসেনা-কংগ্রেস
রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election) রাজস্থানে (Rajasthan) বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সুভাষ গোয়েল হেরে গেলেও হরিয়ানায় (Haryana) কংগ্রেস (Congress) ভাঙিয়ে জয় বিজেপির সমর্থিত নির্দল প্রার্থী অপর মিডিয়া ব্যারণ কার্তিকেয় শর্মার। অন্যদিকে
মহারাষ্ট্রে (Maharashtra) শিবসেনার (Shiv sena) বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে তৃতীয় আসন জিতেছে বিজেপি। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে কংগ্রেস ও শিবসেনা।
|
অভিনন্দন জানিয়েও হার
হরিয়ানা থেকে রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ অজয় মাকেন। তিনি জিতেছেন, এই খবর প্রথমে ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতা-কর্মীরা কার্যত উৎসব শুরু করে দেন।
টুইটারেও অভিনন্দন বার্তা চলতে থাকে। হরিয়ানা থেকে রাজ্যসভার সদস্য মনোনীত হওয়ায় অজয় মাকেনকে অনেকেই অভিনন্দন বার্তা পাঠান। কিন্তু শেষে জয়ী হন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মা। কংগ্রেস বিধায়ক ভারতভূষণ বাত্রা পরে সাংবাদিকদের বলেন খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন অজয় মাকেন।
অবশ্য কার্তিকেয় শর্মার অন্য পরিচিতিও রয়েছে। তিনি প্রাক্তন কংগ্রেস মন্ত্রী বিনোজ শর্মার ছেলে। কংগ্রেস নেতা কুলদীপ শর্মার জামাই।

খুশি হরিয়ানা বিজেপি
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, এই জয় তাদের কাছে খুবই আনন্দের। কার্তিকেয় শর্মাকে যাঁরা জয়ী করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মনোহর লাল খট্টর। এই জয়কে গণতন্ত্রের জয় বলেও মন্তব্য করেছেন তিনি।
১০ জুন চারটি রাজ্যের ১৬ টি আসনে রাজ্যসভা নির্বাচন হয়। এর মধ্যে হরিয়ানা ছিল অন্যতম। এর আগে গত সপ্তাহে ১১ টি রাজ্য থেকে ৪১ জন প্রার্থী রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মহারাষ্ট্রে শিবসেনা প্রার্থীকে হারিয়ে জয়ী বিজেপি
অনব্যদিকে মহারাষ্ট্রের ষষ্ঠ আসনের নির্বাচনের দিকেও সবাই তাকিয়ে ছিলেন। তবে হরিয়ানার মতো আগে জয় ধরে নিয়ে উৎসব পালন সেখানে শুরু হয়নি। সেখানে শিবসেনার সঞ্জয় পাওয়ারকে হারিয়েছেন বিজেপির ধনঞ্জয় মহাদিক। বিজেপির প্রার্থী অত্যাশিতভাবে ১০ ভোট বেশি পেয়েছেন।
শুক্রবার মহারাষ্ট্র থেকে অন্য বিজয়ীরা হলেন পীযূষ গোয়েল, অনিল বন্ডে, কংগ্রেসের ইমরান প্রতাপগড়ী, এনসিপির প্রযুন প্যাটেল, শিবসেনার সঞ্জয় রাউত। যেখানে জয়ের জন্য প্রয়োটজন ছিল ৪১ টি করে ভোট, সেখানে পীযুষ গোয়েল এবং অনিল বন্ডে পেয়েছে ৪৮ টি করে ভোট।

শিবসেনা-এনসিপিকে কটাক্ষ বিজেপির
এদিকে এই জয় নিয়ে রাজ্যের শিবসেনা-এনসিপি জোটকে কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেছেন, ধনঞ্জয় মহাদিক শিবসেনার সঞ্জয় রাউতের থেকে বেশি ভোট পেয়েছেন এবং তিমনি শিবসেনার সঞ্ডয় পাওয়ারকে পরাজিত করেছেন। তিনি আরও বলেন, শিবসেনা-এনসিপি বলবে তাপে একটি ভোট বাতিল হয়েছে, না হলে তারাই জয়ী হতেন। এমন কী নবাব মালিক এলেও জয়ী হত শিবসেনা জোট। প্রসঙ্গত নবাব মালিক এবং অনিল দেশমুখকে রাজ্যসভা ভোটের জন্য আদালত জামিন দেয়নি। যার জেরে জোট আগেই ধাক্কা খেয়েছিল মহারাষ্ট্রে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে ক্রসভোটিং এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগের মধ্যে আটঘন্টা পরে ভোট গণনা শুরু হয়। বিজেপি ও শিবসেনা দুপক্ষই নির্বাচন কমিশনা যায়। বিজেপির তরফে শাসক জোটের তিন বিধায়কের ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অন্যদিকে জোটও দুটিী
ভোট বাতিলের দাবি তুলেছিল। এর মধ্যে একটি ছিল বিজেপি বিধায়কের এবং অপরটি নির্দল বিধায়কের।
পূর্ব লাদাখে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে চিন? নতুন যুদ্ধবিমান জড়ো করা কিসের ইঙ্গিত!