For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনে বড় পরীক্ষা! উত্তরপ্রদেশে জয় হবে সব আসনেই, দাবি রাজ্য বিজেপির

২১ অক্টোবর উপনির্বাচনে রাজ্য থেকে ১১ টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী উত্তরপ্রদেশ বিজেপি। মানুষ উৎসাহের মেজাজে রয়েছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজও ভাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২১ অক্টোবর উপনির্বাচনে রাজ্য থেকে ১১ টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী উত্তরপ্রদেশ বিজেপি নেতৃত্ব। মানুষ উৎসাহের মেজাজে রয়েছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজও ভাল হয়েছে। ফলে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। বলেছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য।

১১টির ৯টি ছিল বিজেপির দখলে

১১টির ৯টি ছিল বিজেপির দখলে

যে ১১ টি আসনে এবার উপ নির্বাচন হচ্ছে তার মধ্যে ৯ টি আসন বিজেপির দখলে ছিল। রামপুর আসন ছিল এসপির দখলে। আর বহুজন সমাজ পার্টির দখলে ছিল জালালপুর আসন। যে ১১ টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেগুলি হল, প্রতাপগড়, লখনৌ ক্যান্টনমেন্ট, রামপুরস গাঙ্গো, গোবিন্দপুর, জালালপুর, জায়েদপুর, ইগলাস, মানিকপুর, ঘোসি এবং বালসা।

 ১০টিতে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির

১০টিতে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির

অন্যদিকে ১১ টি আসনের মধ্যে ১০ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। বাকি একটি আসন, প্রতাপগড়ে লড়াই করছে আপনা দল। ১৫ অক্টোবর থেকে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সবকটি কেন্দ্রেই প্রচার করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রগুলিতে প্রচার শুরু করে দিয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং অর্গানাইজিং সেক্রেটারি সুনীল বনসাল।

 'পরিস্থিতি বিজেপির পক্ষে'

'পরিস্থিতি বিজেপির পক্ষে'

উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের মতে, এবারের পরিস্থিতি বিজেপির পক্ষেই রয়েছে। একদিকে যেমন সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, অন্যদিকে তিন তালাক বিরোধী আইন হয়েছে। ২০১৭-র ভোটের থেকেই বেশ ব্যবধানের তাঁরা জিতবেন বলে মনে করছেন কেশব মৌর্য।

আগের উপনির্বাচনে ভোট কমেছে বিজেপির

আগের উপনির্বাচনে ভোট কমেছে বিজেপির

গতমাসে হওয়া হামিরপুর কেন্দ্রের উপনির্বাচনে ভোট করেছে বিজেপির। ২০১৭ সালে যেখানে ৪৪.৪৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি, সেখানে উপনির্বাচনে বিজেপি পায় ৩৮.৫৫ শতাংশ। যদিও বিজেপি প্রার্থী ১৭,৭৭১ ভোট পেয়ে জয়লাভ করেন।

<strong>[মুকুল গ্রেফতার হতে পারেন! পুজোয় রাজ্যে এসে বোমা ফাটিয়ে গেলেন নারদ-কর্তা]</strong>[মুকুল গ্রেফতার হতে পারেন! পুজোয় রাজ্যে এসে বোমা ফাটিয়ে গেলেন নারদ-কর্তা]

English summary
BJP in UP is confident of winning all the 11 assembly seats in the bypoll to be held on 21st October. The mood of the people is upbeat, claims Deputy CM Keshav Mourya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X