For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বিজেপির পক্ষ থেকে ‘‌সচেতন নাগরিক পুরস্কার’‌ দেওয়া হল উবার চালককে

‌বিজেপির পক্ষ থেকে ‘‌সচেতন নাগরিক পুরস্কার’‌ দেওয়া হল উবার চালককে

Google Oneindia Bengali News

মুম্বইয়ের বিজেপি শাখা সম্মান জানালো এক উবার চালককে। ওই চালককে '‌সচেতন নাগরিক পুরস্কার’‌ প্রদান করা হয়। ওই উবার চালক যাত্রীর ফোনের সিএএ বিরেধী কথোপকথন শুনে সোজা পুলিশে খবর দিয়ে দেন।

সচেতন নাগরিক সম্মান প্রদান

সচেতন নাগরিক সম্মান প্রদান

পুলিশ ওই যাত্রী তথা কবি-সমাজকর্মী বাপ্পাদিত্য সরকার ও উবার চালক রোহিত সিংয় গৌরের বিবৃতি রেকর্ড করেন কিন্তু তাতে কোনও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। মুম্বই বিজেপির পক্ষ টুইটে বলা হয়, ‘‌রোহিত গৌর উবার যাত্রীকে সিএএ নিয়ে ষড়যন্ত্র করা দেখে পুলিশের হাতে তুলে দেয়। আমরা মুম্বইয়ের নাগরিকদের পক্ষ থেকে রোহিতকে সান্তাক্রুজে ডাকি এবং সচেতন নাগরিক পুরস্কারে সম্মান দিই।'‌

নাগরিকের কর্তব্য করেছি

নাগরিকের কর্তব্য করেছি

তবে যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য উবার রোহিতকে সাময়িককালের জন্য বরখাস্ত করে। উবার চালক জানান, যাত্রীর কথোপকথন শোনার পর তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন। শুক্রবার রোহিত বলেন, ‘‌সচেতন নাগরিকের মতো আমি আমার কাজ করেছি।'‌

ঘটনার সূত্রপাত

জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বাপ্পাদিত্য সরকার জুহু থেকে কুর্রলা যাওয়ার জন্য উবার বুক করেন। এই সফরের সময় তিনি তাঁর বন্ধুর সঙ্গে মোবাইলে দিল্লির শাহীনবাগে সিএএ আন্দোলনে লাল সেলাম স্লোগান নিয়ে মানুষের অস্বাচ্ছন্দ নিয়ে কথা বলছিলেন। রোহিত হঠাৎই গাড়ি থামিয়ে দিয়ে বাপ্পাদিত্যকে জানান যে তিনি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছেন। কিন্তু কিছুক্ষণ পরই দু'‌জন পুলিশ নিয়ে আসেন রোহিত। পুলিশ দু'‌জনকেই থানায় নিয়ে যায় এবং বাপ্পাদিত্যকে প্রশ্ন করার পর ছেড়ে দেওয়া হয়।

English summary
Police had recorded statements of both the passenger poet-activist Bappadittya Sarkar and the driver Rohit Singh Gour but found nothing suspicious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X