For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে বড় কাজ করেছেন তাঁরাই! মোদীর পরের বারের 'টার্গেট' রাখলেন সামনে অমিত

অসমের সভা থেকে নাগরিকপঞ্জী নিয়ে বিরোধীদের আক্রমণ অমিত শাহের। তিনি বলেন, অসম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের হঠিয়ে দিতে এনআরসি চালু করে বড় পদক্ষেপ নিয়ে নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

অসমের সভা থেকে নাগরিকপঞ্জী নিয়ে বিরোধীদের আক্রমণ অমিত শাহের। তিনি বলেন, অসম থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের হঠিয়ে দিতে এনআরসি চালু করে বড় পদক্ষেপ নিয়ে নরেন্দ্র মোদী। মোদীকে ফের নির্বাচিত করার আবেদন জানিয়ে অমিত শাহ বলেন, তাহলে অনুপ্রবেশকারীদের জনে জনে চিহ্নিত করে বের করে দেওয়া হবে।

অসমে বড় কাজ করেছেন তাঁরাই! মোদীর পরের বারের টার্গেট রাখলেন সামনে অমিত

শুক্রবার অসমে প্রচারে গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখানে তিনি বলেন, অসমে সব থেকে বড় যে কাজ বিজেপি করেছে, তা হল, অসমের ভিতর এনআরসি চালু করা। তিনি দাবি করেন অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ নরেন্দ্র মোদী সরকারই শুরু করেছিল।

সুর চড়িয়ে অমিত শাহ বলেন, রাজ্যে কংগ্রেসের শাসনের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের রমরমা কারবার ছিল। একের পর এক অনুপ্রবেশকারী রাজ্যে প্রবেশ করেছে। তাদের বের করার নাম কংগ্রেস নেয়নি বলেও অভিযোগ করেন অমিত শাহ। তাদের চিহ্নিতকরণের কাজও তৎকালীন কংগ্রেস সরকার শুরু করেনি বলে অভিযোগ করেন অমিত শাহ।
সমাবেশে আগত জনসাধারণের কাছে আবেদন জানিয়ে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীকে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আনুন। অসমের মধ্যে থেকে একএক জন অনুপ্রবেশকারীকে জনে জনে চিহ্নিত করে বের করে দেওয়া হবে।

English summary
BJP has taken major steps in Assam, Amit Shah claims in a meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X