টাটা গ্রুপের কর্পোরেট হাউস থেকে বিজেপি ৩৫৬ কোটির অনুদান পেয়েছে
দলের বিভিন্ন কাজে অর্থের প্রয়োজন হয় আর গেরুয়া শিবিরকে অর্থের জোগান দেয় বিভিন্ন কর্পোরেট হাউস। জানা গিয়েছে, এ বছর বিজেপি প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্টের কাছ থেকে ৩৫৬ কোটি টাকা নিয়েছে। ২০১৮–১৯ সালের আর্থিক বছরে এই টাকা নিয়েছে বলে জানা গিয়েছে। যা কোনও দলের কর্পোরেট থেকে নেওয়া সবচেয়ে বেশি অঙ্কের টাকা ছিল।

নির্বাচন কমিশন সম্প্রতি এই তথ্য জানতে পেরেছে এবং সোমবারই তা প্রকাশিত হয়েছে। ২০১৮–১৯ সালের আর্থিক বছরে বিজেপি বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকে ৪৭৩ কোটি টাকা অনুদান পেয়েছে। প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট, যার মালিক টাটা গ্রুপ, ৭৫ শতাংশ অনুদান বিজেপিকে তারাই দিয়েছে। ২০১৭–১৮ সালের আর্থিক বছরে বিজেপি ১৬৭ কোটি অনুদান পায় এখান থেকে। তাই এ বছর অনুদানের পরিমাণ অনেক বেশি। দলের পক্ষ থেকে এই অনুদানের তালিকা নির্বাচন কমিশনকে জমা দেন বিজেপির অফিস সেক্রেটারি মহেন্দ্র কুমার পাণ্ডে। এ বছর বিজেপি ২০ হাজারের বেশি অনুদান পেয়েছে প্রত্যেকটি কর্পোরেট সংস্থা থেকে।
বিজেপি বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চান, দাবি মধ্যপ্রদেশের কংগ্রেস মন্ত্রীদের