For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির হারের ‘ডাবল হ্যটট্রিক’ হল, কেন্দ্রে মোদী-রাজ চললেও ‘স্টেট-লস’ অব্যাহতই

বিজেপির হারের ‘ডাবল হ্যটট্রিক’, কেন্দ্রে মোদী-রাজ চললেও ‘স্টেট-লস’ অব্যাহতই

  • |
Google Oneindia Bengali News

ফের রাজ্য নির্বাচনে হার বিজেপির। লোকসভায় বিপুল জয় সত্ত্বেও পরপর হারাতে হচ্ছে রাজ্য। টানা ছয়টি রাজ্যে হারল বিজেপি। মাত্র দেড় বছরের মধ্যে হারের ডবল হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলল বিজেপি। এবার হারতে হল রাজধানী দিল্লিতেও। এক বছর আগেও বিজেপি ৭০ শতাংশের বেশি রাজ্যে ক্ষমতায় ছিল। তাঁর অর্ধেক রাজ্য হয়ে গেল হাতছাড়া।

লোকসভার পর তিন রাজ্যে হার বিজেপির

লোকসভার পর তিন রাজ্যে হার বিজেপির

লোকসভা ভোটের পর দিল্লির নির্বাচন নিয়ে মোট চার রাজ্যে বিধানসভা নির্বাচন হল। তার মধ্যে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হল তিনটি রাজ্যে। বিজেপি কোনওরকমে দখলে রাখতে সমর্থ হল হরিয়ানা। মহারাষ্ট্রের পর বিজেপি হারল ঝাড়খণ্ড ও দিল্লির বিধানসভা নির্বাচনে।

লোকসভা ভোটের আগে তিন রাজ্যে হার

লোকসভা ভোটের আগে তিন রাজ্যে হার

২০১৮ সালে দেশের ক্ষমতাসীন দল রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে হার মেনেছে। সেই তিন রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি। তিন রাজ্যে কংগ্রেসের কাছে হারের পর সেই হার সামাল দিয়ে ২০১৯-এর লোকসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু তারপর আবারও হারের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন মোদী-শাহরা।

৭০ থেকে পতন ৩৫-এ

৭০ থেকে পতন ৩৫-এ

এক বছর আগে ভারতের ৭০ শতাংশ রাজ্যে বিজেপির অধীনে ছিল। তখন কংগ্রেসমুক্ত ভারতের স্বপ্নে বিভোর ছিল বিজেপি। মাত্র দেড় বছরেরও কম সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। দিল্লির ভোটেও হারল। এবার ভোট আসন্ন বিহারে। নতুন বছরের শুরুতেই ধাক্কা। স্বভাবতই চাপে বিজেপি।

ঝাড়খণ্ড-দিল্লির ফলে বিহারের ভোটেও প্রভাব

ঝাড়খণ্ড-দিল্লির ফলে বিহারের ভোটেও প্রভাব

ঝাড়খণ্ডের নির্বাচনী ফলাফলের পর আরজেডি সাফ জানিয়ে দিয়েছিল ঝাড়খণ্ডের ফলাফল বিহারের ভোটেও প্রভাব ফেলবে। আর কংগ্রেস বলেছিল, দিল্লিতেও বিজেপির একইরকম পরিণতি হবে। তা-ই হল। এবার এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার বলেন, হারের ধারা অব্যাহত থাকবে।

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর দিল্লি

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর দিল্লি

২০১৯-এর মে মাসে লোকসভা নির্বাচনের জিতে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসেছিল বিজেপি। তারপর ২০১৯-র অক্টোবরে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি আশাতীত সাফল্য পায়নি। হরিয়ানায় ভোটে হেরে কোনওরকমে ম্যানেজ করে সরকার গড়ে বিজেপি। হাত থেকে ছিটকে যায় মহারাষ্ট্র। এবার ঝাড়খণ্ড ও দিল্লিতেই একই পরিণতি হল বিজেপির।

দিল্লিতে আপের কামাল

দিল্লিতে আপের কামাল

দিল্লি বিধানসভা নির্বাচনে ফলাফলে বিজেপির ভরাডুবি হল। ক্ষমতায় ফিরল আম আদমি পার্টি। ৭০ আসনমের বিধানসভায় একাই আপ পেল ৬২টি আসন। বিজেপি মোট ৮। আর কংগ্রেস বিগ জিরো। বিজেপির এই হারে অবশ্য উচ্ছ্বসিত তারাও।

English summary
BJP has lost six consecutive state elections within one and half year only. BJP now loses Delhi Election despite of LS election’s big success
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X