For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে মাদক যোগের মূলে রয়েছে বিজেপি, বলিউডকেই সরাতেই নয়া চক্রান্ত! বিস্ফোরক দাবি এনসিপি নেতার

মুম্বইয়ে মাদক যোগের মূলে রয়েছে বিজেপি, বলিউডকেই সরাতেই নয়া চক্রান্ত! বিস্ফোরক দাবি এনসিপি নেতার

  • |
Google Oneindia Bengali News

গতকালই প্রায় ২৫ দিন পর জামিনে মুক্ত হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান(Aryan Khan। এদিকে বলিউডে মাদক যোগে ইতিমধ্যেই একাধিকবার লেগেছে রাজনীতির রং। এবার তাতেই যেন শান দিয়ে নতুন অভিযোগ করলেন মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। তাঁর স্পষ্টতই দাবি মুম্বই থেকে পুরোপুরি ভাবে বলিউডকে (Bollywood) সরিয়ে দিতে চায় বিজেপি (BJP)। আর সেকারণেই বারেবারে একাধিক চক্রান্ত করা হচ্ছে।

চক্রান্তের মূলে রয়েছে বিজেপিই

চক্রান্তের মূলে রয়েছে বিজেপিই

সহজ কথায় নবাবের দাবি যাবতীয় চক্রান্তের মূলে রয়েছে বিজেপিই। তাদেরই অঙ্গুলিলেহনে যাবতীয় কর্মকাণ্ড হচ্ছে। তাঁর কথায়, "মুম্বই ক্রুজ ড্রাগস মামলা আর কিছুই নয়। মহারাষ্ট্র থেকে বলিউডকে সরিয়ে আনার কৌশল। বলিউডকে বদনাম করতেই বিজেপি এই ষড়যন্ত্র করেছে।" আর সেকারণেই ফাঁসানো হচ্ছে আরিয়ান খানকে। এদিকে তাঁর এই চাঞ্চল্য দাবির পর ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। পক্ষে বিপক্ষে উঠে আসছে একাধিক মত।

 যোগীর ভূমিকা নিয়ে সন্দেহ

যোগীর ভূমিকা নিয়ে সন্দেহ

এই প্রসঙ্গে বলতে গিয়ে যোগী আদিত্যনাথের প্রসঙ্গও টেনে আনেন নবাব। নয়ডায় চলচ্চিত্র শহর স্থাপন নিয়ে সিনে দুনিয়ার বিশিষ্টদের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করেও উদাহরণ টানার চেষ্টা করেন তিনি। এদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি।

 সমীর নিয়ে প্রশ্ন

সমীর নিয়ে প্রশ্ন

সমীরের প্রসঙ্গ টেনে এনে তাঁর দাবি, এনসিবি অফিসার বোম্বে হাইকোর্টে নিরাপত্তা চাইতে গিয়েছেন, কারণ তিনি ভয় পেয়ে গিয়েছেন। নবাবের দাবি, 'এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। কিরণ গোসাভি নামে যে ব্যক্তি আরিয়ান খানকে এনসিবি অফিসে টেনে আনেন, তিনি নিজে এখন গারদের ভিতর। তাই সবদিক ভেবে দেখেই বক্তব্য রাখা উচিত। খোলা চোখে আপনি যা দেখবেন তা সত্যি নাও হতে পারে।"

 প্রমোদতরীতে মাদক পার্টির আয়োজনকারীরা কোথায় ?

প্রমোদতরীতে মাদক পার্টির আয়োজনকারীরা কোথায় ?

অন্যদিকে এই কাণ্ডে জড়িত কিন্তু এখনও পলাতক এমন আরও ব্যক্তির বিরুদ্ধেও ঘোরতর অভিযোগ করেন তিনি। তাঁর দাবি প্রমোদতরীতে মাদক পার্টির আয়োজন যাঁরা করেছিলেন তাদের অনেকেই এখনও অধরা। তিনি নাম করে অভিযোগ তোলেন কাশিফ খানের বিরুদ্ধে। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে মাদক যোগে এবার সরাসরি বিজেপির জুড়ে যাওয়াতেই হতবাক হচ্ছেন সকলে। যদিও গেরুয়া শিবিরের তরফে এই নিয়ে এখনও কোনও পাল্টা বক্তব্য রাখা হয়নি।

'সাইনবোর্ড হতে আসিনি, বাংলার প্রকল্প হবে গোয়াতেও' বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার'সাইনবোর্ড হতে আসিনি, বাংলার প্রকল্প হবে গোয়াতেও' বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
BJP is at the root of drug addiction in Mumbai, a new conspiracy to remove Bollywood! NCP leader claims explosives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X