For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখির চোখ যোগীর জয়, ২৪ জনের বিশেষ নির্বাচনী কমিটি গঠন করল BJP

পাখির চোখ যোগীর জয়, ২৪ জনের বিশেষ নির্বাচনী কমিটি গঠন করল BJP

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে জয় তুলে নিতে কোমর বেঁধে নামছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য হেভিওয়েট নেতৃত্বের প্রচার তো রয়েছেই। এবার ভোটে জিততে ২৪ জনের বিশেষ নির্বাচনী কমিটি গঠন করল তারা।

কাদের নিয়ে কমিটি?

কাদের নিয়ে কমিটি?

উত্তরপ্রদেশ বিজেপির একটি বিবৃতিতে সেই ২৪ জনের কমিটির প্রত্যেক সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এই কমিটিকে অনুমোদনও দিয়েছেন। দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বুধবার এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন৷

কমিটিতে হেভিওয়েটরাও!

কমিটিতে হেভিওয়েটরাও!

দেখা যাচ্ছে, কমিটিতে বেশ কিছু হেভিওয়েট নেতার নাম রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে রয়েছেন কমিটিতে। বিজেপির উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি স্বতন্ত্রদেব সিং , উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা রয়েছেন এই কমিটিতে। কেন্দ্রীয় নেতদের মধ্যে রয়েছেন এসপি সিং বাঘেল, সঞ্জীব বল্যান। দিনের শুরুতেই স্বতন্ত্রদেব সিং দাবি করেন, বিজেপির জন বিশ্বাস যাত্রা চুড়ান্ত সাফল্য পেয়েছে। মোট ৪০৩টি বিধানসভায় এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন তুলে ধরা গেছে৷ স্বতন্ত্রদেব বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারি, আগামী নির্বাচনে মানুষের আশীর্বাদ পেতে চলেছি আমরা৷ ভোটাররা সমাজবাদী পার্টির ভুয়ো প্রতিশ্রুতিতে পা দেবেন না।'

মুসলিম ভোট পেতেও মরিয়া বিজেপি!

মুসলিম ভোট পেতেও মরিয়া বিজেপি!

অন্যদিকে, মুসলিম ভোট পেতেও তৎপর বিজেপি। সূত্রের খবর, আরএসএসের মুসলিম শাখা বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে উন্নয়ন করেছে, তা জানানো হবে সম্প্রদায়ের মহিলাদের৷ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, ন্যুনতম ৫০ টি সভা করবে তারা৷ বৈঠকগুলিতে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলবে তারা৷ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কনভেনর শাহীদ সায়েদ বলেন, ' তিন তালাক তুলে দেওয়া থেকে শুরু করে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা। বিজেপি সরকার মুসলিম উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে।'

English summary
BJP has formed a committee of 24 people for Uttarpradesh election win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X