For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষি বিলের প্রতিবাদে হাত ছেড়েছে পুরনো মিত্র! আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে একলা চলোর ডাক বিজেপির

কৃষি বিলের প্রতিবাদে হাত ছেড়েছে পুরনো মিত্র! আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে একলা চলোর ডাক বিজেপির

  • |
Google Oneindia Bengali News

আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। সোমবার এ কথা জানান দলের সাধারণ সম্পাদক তরুন চুগে। গত নির্বাচনের পর ২০২২ সালেও কংগ্রেসের বিজয়রথ ঠেকাতে ইতিমধ্যেই পাঞ্জাবে পায়ের তালর মাটি শক্ত করতে শুরু করেছে বিজেপি।

নয়া কৃষি বিলের প্রতিবাদেই বিজেপির হাত ছাড়ে পুরনো শরিক অকালি দল

নয়া কৃষি বিলের প্রতিবাদেই বিজেপির হাত ছাড়ে পুরনো শরিক অকালি দল

এদিকে কয়েক মাগেই কেন্দ্রের নয়া কৃষি বিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য।বিলের প্রতিবাদে রাস্তায় নামেন পাঞ্জাব হরিয়ানার লক্ষ লক্ষ কৃষকেরা। এমনকী কৃষক আন্দোলনের ধার আরও বাড়াতে পাঞ্জাব ছুটে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে এই বিলকে কেন্দ্র বিপির পুরনো শরকি শিরোমণি আকালি দলও কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা হাঁটে।

২৩ হাজার পোলিং বুথে তৃণমূল স্তরে চলছে প্রচার

২৩ হাজার পোলিং বুথে তৃণমূল স্তরে চলছে প্রচার

সেই শুরু। তারপর কেটে গেছে দু-মাসেরও বেশি সময়। কৃষি বিলের প্রতিবাদে পাঞ্জাবে এনডিএ জোট থেকে বেরিয়েও এসেছে শিরোমণি আকালি দল। এমতাবস্থায় এবার আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্জাবে একা লড়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্যের ২৩ হাজার পোলিং বুথে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও মনোনিবেশ করেছে বিজেপি। এমনটাই জানান দলের সাধারণ সম্পাদক তরুন চুগে।

সাংগঠনিক ভীত মজবুত আসছেন জেপি নাড্ডাও

সাংগঠনিক ভীত মজবুত আসছেন জেপি নাড্ডাও

এদিকে আগামী বৃহঃষ্পতিবার পাঞ্জাবে ১০টি জেলা কার্য্যালয়ের উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনকী কিছুদিনের মধ্যেই রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ও সাংগঠনিক ভীত জোরদার করতে তিন দিনের পাঞ্জাব সফরেও আসনের নাড্ডা। এদিকে বিপির তরফে মানুষের সমর্থন টানতে ইতিমধ্যেই তৃণমূল স্তরে মাঠে নেমে পড়েছেন বিজেপি শিবিরের কর্মীরা।

মোদী জমানার ১৬০টি জনকল্যাণমূলক কর্মসূচীকে সামনে রেখে প্রচার

মোদী জমানার ১৬০টি জনকল্যাণমূলক কর্মসূচীকে সামনে রেখে প্রচার

মোদী জমানার ১৬০টি জনকল্যাণমূলক কর্মসূচীর কথা গোটা রাজ্য জুড়েই ইচিমধ্যে ফলাও করে প্রটারও শুরু করেছেন পদ্ম শিবিরের নেতা কর্মীরা। সেউ ক্ষেত্রে পাঞ্জাব কতটা লাভবান হয়েছে সে কথা বারবার ফিরে ফিরে আসছে তাদের কথায়। এদিকে অকালি দল হাত ছাড়ার পর বিজেপি যে পাঞ্জাবে একা হয়ে পড়বে তা বলাই বাহুল্য। কিন্তু এই প্রথম নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে সেই নিশ্চয়তার কথা শোনা গেল খোদ পদ্ম শিবিরের শীর্ষ মহল থেকেই।

বিজেপিতে যোগদান কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলরের, একুশের আগে শক্তিবৃদ্ধিবিজেপিতে যোগদান কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলরের, একুশের আগে শক্তিবৃদ্ধি

English summary
BJP's call to go it alone in the upcoming Punjab Assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X