For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি এক দশকের সম্পর্ক ছিন্ন করছে অকালি দলের সঙ্গে! একলা চলো নীতি পঞ্জাবে

বিজেপি এক দশকের সম্পর্ক ছিন্ন করছে অকালির সঙ্গে! একলা চলো নীতি পঞ্জাবে

Google Oneindia Bengali News

এক দশকের পুরনো জোটসঙ্গী শিরোমণি অকালি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে কেন্দ্রের শাসক দল বিজেপি। বিজেপি ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে অকালি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এককভাবে লড়ার পরিকল্পনা নিয়েছে। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে তারা। পঞ্জাব থেকে কংগ্রেস শাসন উৎখাত করতে একা লড়াইয়ের অঙ্গীকার নিয়েছে বিজেপি।

নিজের পায়ে দাঁড়ানোই বিজেপির লক্ষ্য

নিজের পায়ে দাঁড়ানোই বিজেপির লক্ষ্য

সেই কারণে বিজেপি পঞ্জাবের গ্রামীণ উপত্যকায় নতুন কর্মী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে। শীর্ষস্থানীয় শিখ নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছে। আর অকালি দলের ভরসায় না থেকে এবার নিজের পায়ে দাঁড়ানোই বিজেপির একমাত্র লক্ষ্য। তাঁদের বিশ্বাস তাঁরা একাই কংগ্রেসকে হারাতে সক্ষম হবেন।

অকালি দলের সঙ্গে ছড়ে সংগঠনে জোর

অকালি দলের সঙ্গে ছড়ে সংগঠনে জোর

বিজেপি সূত্রের খবর, শিখ কৃষকদের একটি অংশ অকালি দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অকালি দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সেই সুযোগটাই কাজে লাগাতে বদ্ধ পরিকর বিজেপি। এছাড়া বিজেপি হিন্দু ভোটের ভিত্তিতে দলে সদস্য বাড়াতে চাইছে। পঞ্জাবের হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেসের পক্ষে ভোট দেয়। বিজেপি শক্তি বাড়ালে সেই ভোটেও থাবা বসাতে সক্ষম হবে।

গ্রামীণ পঞ্জাবে শক্তবৃদ্ধির চেষ্টা বিজেপির

গ্রামীণ পঞ্জাবে শক্তবৃদ্ধির চেষ্টা বিজেপির

পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রবীণ নেতা মদনমোহন মিত্তাল বলেন, তারা পঞ্জাবের গ্রামাঞ্চলে কাজ শুরু করেছেন। দলের সংগঠন শক্তিশালী করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এই সত্যটি আমাদের মেনে নিতে হবে যে, পঞ্জাব মূলত একটি কৃষিপ্রধান রাজ্য। ফলে কৃষকদের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। কৃষকদের কাছে যেতে হবে,

২০২২-এর বিধানসভা নির্বাচনে একা লড়ার ইচ্ছা

২০২২-এর বিধানসভা নির্বাচনে একা লড়ার ইচ্ছা

প্রাক্তন বিধায়ক অশ্বিনী শর্মা গত মাসে পঞ্জাবে বিজেপি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর থেকে বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতা অকালি দলের সঙ্গে জোট ছাড়াই রাজ্যে ২০২২ সালের বিধানসভা নির্বাচন লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

অশ্বিনী শর্মার দায়িত্ব নেওয়ার পরই ভাবনায় বদল

অশ্বিনী শর্মার দায়িত্ব নেওয়ার পরই ভাবনায় বদল

শর্মা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তখন প্রাক্তন মন্ত্রী মোহনলাল সাংবাদিকদের বলেছিলেন, বিজেপি এবার অকালি দলের সঙ্গে সম্পর্ক ছেদ কের একলা লড়াইয়ের ভাবনা-চিন্তা করছে। এবার তাঁর সেই কথাই সত্য হতে চলেছে। ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে বিজেপি।

বড় শরিক হওয়ার আগেউ একলা চলার ভাবনা

বড় শরিক হওয়ার আগেউ একলা চলার ভাবনা

পঞ্জাবে অকালি দল ও বিজেপির মধ্যে আসন সমঝোতা হয়ে আসছে দশক-ভর। বরাবর এখানে অকালি দলই বড় শরিকের ভূমিকা পালন করেছে। বিজেপি দাবি করেছে, সমানভাবে আসন বণ্টন হওয়া উচিত। সেই দাবির বদলে বিজেপি এখন চাইছে বড় শক্তি হয়ে উঠতে। এবং একলা চলার ভাবনাও শুরু হয়ে গিয়েছে।

নভেল করোনায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যানভেল করোনায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়াল, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

English summary
BJP has begun preparation to run alone in 2022 Assembly Election of Punjab. BJp wants to be alone from Akali Dal in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X