For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোড় খাওয়া নেতাদের উপরেই ভরসা, কেরলে ১১২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

পোড় খাওয়া নেতাদের উপরেই ভরসা, কেরলে ১১২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এদিকে এইতিমধ্যেই বাংলায় তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সঙ্গে প্রকাশিত হল কেরল ও তামিলনাড়ুর প্রার্থী তালিকাও। কেরালায় ১১৫ টি আসনে লড়াই করবে বিজেপি। তার মধ্যে ১১২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জোট সঙ্গীদের ছাড়া হয়েছে ২৫ টি আসন।

পোড় খাওয়া নেতাদের উপরেই ভরসা, কেরলে ১১২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

এদিকে করেল বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনা চলছিল বিগত কিছুদিন ধরেই। এমনকী আসন্ন ভোটে 'মেট্রোম্যান’ ই শ্রীধরনের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে চলেছে বলেও শোনা যাচ্ছিল। যদি তাতে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে রাজ্য বিজেপি। কেরলের পাল্লাকড় থেকে লড়বেন মেট্রো ম্যান। এদিকে এদিন প্রার্থী তালিকা প্রকাশিত হতেই দেখা যায় কেরলে দুটি আসন থেকে লড়বেন কেরালার বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন। কাসাড়গড়ে মঞ্জেশ্বরম এবং পাত্থানথিটার কোন্নি থেকে লড়বেন তিনি।

অন্যদিকে কেরালার কাঞ্জিরাপ্পল্লীতে বিপির টিকিটে দাঁড়াচ্ছেন কেজে আলফোনসে। কেরালার ত্রিশূর থেকে লড়ছেন তারকা প্রার্থী সুরেশ গোপী। যদিও বর্তমানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এনরাকুমারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাক্তন ডিজিপি জ্যাকব থমাস ইরিঞ্জালাকুদা থেকে লড়বেন বলে জানানো হয়েছে। পাশাপাশি কেরলের প্রাক্তন বিজেপি প্রধান কুম্মনাম রাজশেখরণ নেমম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যাচ্ছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারতেরইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারতের

English summary
list of candidates for 112 seats of bjp in the upcoming assembly elections in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X