For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে উপনির্বাচনে চমক বিজেপির! প্রার্থী করা হল ২ প্রাক্তন কংগ্রেস বিধায়ককে

সামনেই গুজরাতে বিধানসভা আসনের উপনির্বাচন। সেই উপনির্বাচনে প্রার্থী তালিকায় চমক বিজেপির। গুজরাতের রাধানপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকোরকে।

  • |
Google Oneindia Bengali News

সামনেই গুজরাতে বিধানসভা আসনের উপনির্বাচন। সেই উপনির্বাচনে প্রার্থী তালিকায় চমক বিজেপির। গুজরাতের রাধানপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকোরকে। অন্যদিকে, বায়াদ আসনের প্রার্থী করা হয়েছে অপর প্রাক্তন কংগ্রেস বিধায়ক দাভাল সিং জালাকে।

ঠাকোর এবং জালা উভয়েই রাজ্যসভা নির্বাচনের আগে ৫ জুলাই কংগ্রেস বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। ওই মাসের তাঁরা বিজেপিতে যোগ দেন।

উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা

উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা

বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা রবিবার রাতে গুজরাতের ছয় আসনের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। এদিনই দলের তরফ থেকে ১৩ রাজ্যে উপনির্বাচনের জন্য ৩২ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রার্থী পদ চূড়ান্ত করা হয়।

কংগ্রেসের বিরুদ্ধে অপমান আর অবহেলার অভিযোগ

কংগ্রেসের বিরুদ্ধে অপমান আর অবহেলার অভিযোগ

কংগ্রেসের সঙ্গে মত বিরোধের কারণে লোকসভা নির্বাচনের আগে এপ্রিল-মে মাসে কংগ্রেস ত্যাগের কথা জানিয়েছিলেন অল্পেশ। গুজরাতের পাটন জেলার রাধানপুরের প্রাক্তন বিধায়কের অভিযোগ কংগ্রেসে তাঁকে অবহেলা আর অপমান করা হয়েছে।

অন্যদিকে কংগ্রেসও গুজরাতে ৪ আসনের উপনির্বাচনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

উপনির্বাচন ২১ অক্টোবর, ফল ঘোষণা ২৪ অক্টোবর

উপনির্বাচন ২১ অক্টোবর, ফল ঘোষণা ২৪ অক্টোবর

২১ অক্টোবর ১ টি লোকসভা এবং ১৮ টচি রাজ্যের ৬৪ টি বিধানসভা আসনের উপনির্বাচন হতে যাচ্ছে। যার মধ্যে রয়েছে গুজরাতের আসনগুলিও।

[ ২০১৯ নবরাত্রি: হেলমেট-গরবা থকে মোদী ট্যাটু! অম্বা আরাধনায় মাতোয়ারা গুজরাত ][ ২০১৯ নবরাত্রি: হেলমেট-গরবা থকে মোদী ট্যাটু! অম্বা আরাধনায় মাতোয়ারা গুজরাত ]

[ রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা নিয়ে নিজের দেশেই সমালোচিত ইমরান][ রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা নিয়ে নিজের দেশেই সমালোচিত ইমরান]

English summary
BJP gives tickets to ex congress mlas for Gujarat assembly by polls. These two candidates are Alpesh Thakor and Daval Singh Zala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X