For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস-এর ইউনিফর্মে আগুন! কংগ্রেসের শেয়ার করা ছবিতে তীব্র প্রতিক্রিয়া বিজেপির

আরএসএস-এর ইউনিফর্মে আগুন! কংগ্রেসের শেয়ার করা ছবিতে তীব্র প্রতিক্রিয়া বিজেপির

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাগযুদ্ধ চরমে পৌঁচেছে। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেস 'ভারত জোড়ো' নামের একটি পদযাত্রার আয়োজন করেছে। সেই পদযাত্রাকে নির্দিষ্ট করে টুইটারে কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে একটি ছবি শেয়ার করা হয়। ছবিটিতে দেখা যায়, একটা খাঁকি রঙের প্যান্টে আগুন জ্বলছে। এই ছবিকে কেন্দ্র করেই কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, এই খাঁকি রঙের ছোট প্যান্ট আরএসএসের ইউনিফর্ম।

সোশ্যাল মিডিয়ায় কী শেয়ার করেছে কংগ্রেস

সোশ্যাল মিডিয়ায় কী শেয়ার করেছে কংগ্রেস

কংগ্রেসের অফিয়াল টুইটার অ্যাকাউন্টে আরএসএস-এর ইউনিফর্মে আগুনের একটি ছবি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশান হিসেবে লেখা হয়, 'দেশকে ঘৃণার শৃঙ্খল থেকে মুক্ত করতে এবং আরএসএসের তৈরির করা ক্ষত পূরণ করতে ধাপে ধাপে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো।' কংগ্রেস বৃহস্পতিবার থেকে 'ভারত জোড়ো' নামের একটি পদযাত্রা শুরু করেছে। সেই পদযাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে। কাশ্মীরে গিয়ে শেষ হবে। এই পদযাত্রার শীর্ষভাগে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় এই ভারত জোড়ো পদযাত্রার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আরএসএস ও বিজেপিকে আক্রমন করে কংগ্রেস।

কংগ্রেস নেতাদের অভিযোগ

কংগ্রেস নেতাদের অভিযোগ

কংগ্রেস নেতা রশিদ আলভি বিজেপি ও আরএসএসের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, হিন্দু-মুসলিম করা ছাড়া, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ছাড়া তাদের আর কোনও কাজ নেই। তিনি মন্তব্য করেন, 'এই টুইটের প্রতিটি শব্দ সত্য। আরএসএস-এর বেশিরভাগ বই ও তাদের প্রকাশনা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে পরিবেশ তৈরি করার কথা বলে। হিন্দু মুসলিম করা ছাড়া তাদের আর কোনও কাজ নেই।'

বিজেপির বিরোধিতা

বিজেপির বিরোধিতা

কংগ্রেসের এই টুইটের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা তেজস্বী সূর্য টুইটে বলেন, '১৯৮৪ সালে কংগ্রেসের আগুনে দিল্লি পুড়ে গিয়েছিল। এর ইকোসিস্টেমে ২০০২ সালে গোধরার ৫৯ জন কর সেবককে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। তারা আবার হিংসার ডাক দিয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে যুক্ত হয়ে তারা ভারতের বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেস এমন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যাদের সংবিধানের ওপর কোনও আস্থা নেই।'

দেশ জ্বালাতে চায় কংগ্রেস!

দেশ জ্বালাতে চায় কংগ্রেস!

কংগ্রেসের টুইটের তীব্র মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। কংগ্রেস দেশ জ্বালাতে চায় কি না জানতে চেয়ে টুইট করেছেন। কংগ্রেসের টুইট করা ছবিটি দ্রুত তুলে নেওয়ার দাবি জানান সম্বিত পাত্র। টুইট করে তিনি বলেন, 'আপনি কি দেশে হিংসা ছড়িয়ে দিতে চান? আপনি কি দেশে আগুন লাগাতে চান? আপনি কি আরএসএস-এর অনুগামীদের পুড়িয়ে ফেলতে চান? দেশকে কি আপনি এই বার্তা দিচ্ছেন?'

আপের তৎপরতা বৃদ্ধিতে শঙ্কা! দলে বিদ্রোহ রুখতে নয়া পরিকল্পনা গুজরাত বিজেপির আপের তৎপরতা বৃদ্ধিতে শঙ্কা! দলে বিদ্রোহ রুখতে নয়া পরিকল্পনা গুজরাত বিজেপির

English summary
A war of words erupted between BJP and Congress on social media after sharing burning khaki shorts picture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X