For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ঢিলে দুই পাখি মারল বিজেপি! মোদী-শাহের পরিকল্পনার কাছে রাহুল এখনও ‘পাপ্পু’

গোয়ায় সরকার বাঁচাতে কংগ্রেসকে পাল্টা দেওয়ার রাস্তায় হাঁটল বিজেপি। বিপক্ষের ঘর ভেঙেই তারা সরকার বাঁচাতে মরিয়া হয়ে উঠল এবার।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসকে মোক্ষম ধাক্কা দিয়ে এক ঢিলে দু-পাখি মারল বিজেপি। একদিকে বাঁচল গোয়ার সরকার, অন্যদিকে ২০১৯-এর আগে কংগ্রেসকে হুঁশিয়ারিও দেওয়া হল। বিজেপির সাফ বার্তা, বেশি বাড় বাড়লে এভাবেই ছেঁটে দেওয়া হবে কংগ্রেসকে। ভোটে জিতলেও সরকার গড়ার জন্য 'তাকত' দরকার, তা নেই কংগ্রেসের।

কংগ্রেসকে ভেঙেই গোয়ায় তাদের সরকারে ফেরার পথ বন্ধ করে দিল বিজেপি। মোদী-শাহের পরিকল্পনার কাছে রাহুল গান্ধী এখনও 'পাপ্পু', তা প্রমাণ করেই ছাড়ল বিজেপি। যতই জাদু কা ঝাপ্পি দিন রাহুল, এখনও সরকার গড়ার 'কায়দা' বা 'প্যাঁচ' কিছুই আয়ত্ত করতে পারেননি কংগ্রেস সভাপতি।

মোদী-শাহের পরিকল্পনার কাছে রাহুল এখনও ‘পাপ্পু’

রাহুল গান্ধী যখন মধ্যপ্রদেশে প্রচারে ব্যস্ত, তখন গোয়ায় সরকার বাঁচাতে মরিয়া বিজেপি কংগ্রেসের দুই বিধায়ক রাতারাতি ঘরে তুলে নিল। মঙ্গলবার রেলমন্ত্রী পীযুষ গোয়েল তাঁদের যোগদান করালেন বিজেপিতে। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসে কংগ্রেস বিধায়ক দয়ানন্দ সোপ্তে ও সুভাষ শিরোদকারকে বরণ করে নেওয়া হল।

সোমবার রাতেই দিল্লি উড়ে গিয়েছিলেন দুই বিধায়ক। তখন থেকেই জল্পনার শুরু হয়েছিল। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে দেখা করার পর দুই বিধায়কের বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। সেটাই সত্যি হল। এদিন দুপুরেই কংগ্রেস ছাড়ার কথা জানিয়েছিলেন দুই বিধায়ক। আর সন্ধ্যায় তাঁরা যোগ দিলেন বিজেপিতে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মানদ্রেম কেন্দ্র থেকে দয়ানন্দ সোপ্তে হারিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরকে। সেই জায়েন্ট কিলার বিধায়কই এবার পা বাড়ালেন বিজেপির দিকে। সেইসঙ্গে শিরোদ কেন্দ্র থেকে জয়ী শিরোদকারও কংগ্রেস ছাড়লেন। বিজেপির শক্তি বাড়ল দুজনের যোগদানে। দুই কংগ্রেস বিধায়কের যোগদানে গোয়ায় বিজেপির সংকট কাটল অনেকটাই।

কংগ্রেসের হাতে এদিন পর্যন্ত ছিল ১৬। আর বিজেপির ১৪। এই অবস্থায় দুজন কংগ্রেস বিধায়কের যোগদানের অর্থ অবস্থান বদল গেল প্রতিদ্বন্দ্বী দুই দলের। বাকি ১০টি আসন ভাগাভাগি করে নিয়েছিল অন্য দলগুলি। গোয়া ফরওয়ার্ড পার্টি, এমজিপি ও নির্দল পেয়েছিল তিনটি করে আসন, একটি আসন পায় এনসিপি।

গোয়া কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা এ চেল্লা কুমার দুই বিধায়কের যোগদান প্রসঙ্গে বলেন, যখন বিশ্বজিৎ রানে কংগ্রেস ছেড়েছিলেন, তখন তিনি আমাকে বলেছিলেন, আমার জীবনের পরে রয়েছে অমিত শাহ-নরেন্দ্র মোদী। আমি একজন কংগ্রেসী, কিন্তু বাবা হিসেবে আমার সন্তান ও পরিবারের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই মনেপ্রাণে কংগ্রেসী হলেও আমাকে থাকতে হচ্ছে বিজেপির সঙ্গে। এই কথা তুলে ধরে চেল্লা কুমার বলেন, এই দুই নেতার সঙ্গেও যে এমনটা হয়নি কে বলতে পারে।

তিনি আরও বলেন, সংকটে পড়ে কংগ্রেস ভাঙাতে বিজেপি টোপ করেছে বিশ্বজিৎ রানেকে। আমি খোঁজ নিয়ে দেখেছি, বিশ্ব্জিৎই দুই কংগ্রেসী বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়েছে বিজেপির দিকে। আর এর নেপথ্যে রয়েছে বিরাট প্রলোভন। বিশ্বজিৎকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। স্রেফ একটাই শর্ত, কংগ্রেসের অন্তত দুজন বিধায়ককে সঙ্গে চাই।

English summary
BJP gives masterstroke to Congress to join two MLAs of Goa. They join in BJP and Pijush Goel gives then BJP’s flag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X