For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ শতাংশেরও কম ভোট পেয়ে বিহারে বাজিমাত বিজেপির! নেপথ্যে কোন সমীকরণ?

Google Oneindia Bengali News

বিহার বিধানসভা নির্বাচনী জয়ী এনডিএ৷ টানা ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলল ভোট গণনা৷ টান টান উত্তেজনা৷ দুপুর গড়িয়ে বিকেল, তখনও কোনও পরিষ্কার ইঙ্গিত নেই যে, কে আসতে চলেছে বিহারের মসনদে৷ বিকেল গড়িয়ে রাত আরও গভীর থেকে গভীর হচ্ছে৷ আর উত্তেজনাও ততই বাড়ছে বিহারে৷ অবশেষে রাত ২টা ৫৭মিনিট৷ বিফলে গেল না নরেন্দ্র মোদীর একের পর এক জনসভা৷ ১২২টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল এনডিএ জোট৷

 মহাজোট থমকে যায় ১১০টি আসনেই

মহাজোট থমকে যায় ১১০টি আসনেই

তখনও তিনটি আসেন ফল ঘোষণা হওয়া বাকি৷ কিছু সময় পর ওই তিনটি আসনেরও ফলাফলও সামনে আসে৷ তিনটিতেই জয়ী হয় এনডিএ জোট৷ সবমিলিয়ে এনডিএ-র দখলে আসে ১২৫টি আসন, আর মহাজোট থমকে যায় ১১০টি আসনেই৷ ভোটের হার দেখলে বোঝা যাবে কীভাবে হাড্ডাহাড্ডি লড়াইতে একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলেছে দলগুলি।

জেডিইউকে হারিয়ে দিল বিজেপি

জেডিইউকে হারিয়ে দিল বিজেপি

নির্বাচন কমিশনের তথ্য বলছে বিজেপি এককভাবে জিতেছে ৭৪টি আসন৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র ৪৩টি আসন৷ এনডিএ শিবিরকে প্রতিমুহূর্তে কাঁটায় কাঁটায় কট্টর দিয়েছে আরজেডি-বাম-কংগ্রেসের মহাজোট৷ তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পার করে যায় এনডিএ শিবির৷

বিহারে একক বৃহত্তম দল আরজেডি

বিহারে একক বৃহত্তম দল আরজেডি

এদিকে বিহারে একক বৃহত্তম দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখন তেজস্বী যাদবের দল৷ ৭৫টি আসন পেয়েছে আরজেডি৷ বিহারে মহাজোটের পিছিয়ে পড়ার অন্যতম কারণ কংগ্রেস৷ ৯০টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছিল কংগ্রেস৷ তার মধ্যে শেষ পর্যন্ত ১৯টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তাঁরা৷

বিজেপি থেকে ৩.৬ শতাংশ ভোট বেশি পেয়েছে আরজেডি

বিজেপি থেকে ৩.৬ শতাংশ ভোট বেশি পেয়েছে আরজেডি

নির্বাচন কমিশনের হিসাব বলছে যে বিজেপির ঝুলিতে গিয়েছে ১৯.৫ শতাংশ ভোট। বিজেপির থেকে ৩.৬ শতাংশ বেশি ভোট পেয়েও মাত্র একটি আসন বেশি পায় আরজেডি। বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের বাজে প্রদর্শন (৯.৫ শতাংশ ভোট) এবং এআইএমআইএম-এর উত্থান (১.২৪ শতাংশ ভোট) ডুবিয়েছে লালুপুত্রকে। এদিকে এবারে নীতীশের দলের ঝুলিতে গিয়েছে মাত্র ১৫.৪ শতাংশ ভোট।

বিজেপি ছাড়া নীতীশকে বাঁচালো কে?

বিজেপি ছাড়া নীতীশকে বাঁচালো কে?

অন্যদিকে নির্বাচনী প্রচারে নীতীশকে বার বার আক্রমণ করা চিরাগ পেয়েছেন একটি মাত্র আসন যদিও ভোটের নিরিখে তাদের ঝুলিতে গিয়েছে ৫.৬৬ শতাংশ ভোট৷ আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এর প্রার্থীরা জিতেছেন পাঁচটি আসনে৷ এদিকে নীতীশ ব্রিগেডের জয়ের জন্য আরও একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি, দু'টি দলই চারটি করে আসন পাওয়া৷

নীতীশের উপর বিজেপির চাপ

নীতীশের উপর বিজেপির চাপ

বিহারে এনডিএ জোটে এতদিন পর্যন্ত জেডিইউ-ই ছিল প্রধান৷ শক্তিও বেশি ছিল নীতীশের দলের৷ কিন্তু এবারের ভোটে একেবারে মুখ থুবড়ে পড়ার অবস্থা জেডিইউ-এর৷ এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোটের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা৷ যদিও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে এনডিএ-র মুখ ছিলেন নীতীশ কুমার৷ কিন্তু বর্তমানে এককভাবে পাওয়া আসনের দিক থেকে জোটের মধ্যে এগিয়ে রয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে এনডিএ কি নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার দিকে এগোবে? সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷

<strong>গেরুয়া ঝড়ে নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস? ১১ রাজ্যের ফলাফলে বিসর্জনের সুর দশ জনপথে</strong>গেরুয়া ঝড়ে নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস? ১১ রাজ্যের ফলাফলে বিসর্জনের সুর দশ জনপথে

English summary
BJP gets only 19.5 pc vote in Bihar, poor performance from Congress let down RJD who got 23.1 pc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X