For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি, বিহারের পর উত্তরপ্রদেশে হেরে 'তিন তালাক' পাবে বিজেপি : ইয়েচুরি

দিল্লি ও বিহার বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পরে এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে হেরে তিন তালাক পাবে বিজেপি। এমনটাই দাবি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : দিল্লি ও বিহার বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পরে এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে হেরে তিন তালাক পাবে বিজেপি। এভাবেই উত্তরপ্রদেশ বিজেপির বিধানসভা নির্বাচনে জেতার আশাকে খণ্ডন করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।[বিধানসভা নির্বাচন ২০১৭ : পাঁচ রাজ্যের নির্বাচন পরিস্থিতি একনজরে]

তিনি বলেছেন, বিজেপি তিন তালাকের বিরুদ্ধে প্রচার করেছে। তবে উত্তরপ্রদেশ নির্বাচনে হেরে দিল্লি ও বিহারের পরে এদেরই তিন তালাক পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে।[নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল : গুরুত্বপূর্ণ বিষয়গুলি একনজরে]

দিল্লি, বিহারের পর উত্তরপ্রদেশে হেরে 'তিল তালাক' পাবে বিজেপি : ইয়েচুরি

সীতারামের মতে, প্রথম তালাক বিজেপি পেয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনে। এরপরে বিহারে। আর এবার পাবে উত্তরপ্রদেশে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ নির্বাচনে দল লড়বে কিনা সেই প্রসঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, কিছু নির্বাচিত আসনে যেখানে বামেদের প্রভাব রয়েছে এবং যেখানে সাম্প্রদায়িক শক্তিগুলির বিরুদ্ধে লড়াই করে গরিব মানুষের কথা বিধানসভায় তুলে আনা সম্ভব, এমন কিছু জায়গাতেই লড়বে সিপিএম।[কুসংস্কার-ব্ল্যাক ম্যাজিকে আচ্ছন্ন রাজনীতি, অস্বস্তি বাড়ছে উত্তরপ্রদেশ-তামিলনাড়ুতে]

এদিন সীতারাম সাফ জানিয়েছেন, আমাদের নীতি খুব পরিষ্কার। বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি ও তাদের সঙ্গীদের ক্ষমতায় আসা থেকে আটকানো এবং যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বাকী ধর্মনিরপেক্ষ শক্তিগুলির সঙ্গে একজোট হয়ে লড়াই করা।['খাটিয়া সভা' দিয়ে উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচার শুরু রাহুল গান্ধীর]

এর পাশাপাশি কেরলে সিপিএম কর্মীদের উপরে বিজেপি ও আরএসএস আক্রমণ করছে বলেও অভিযোগ করেছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইয়েচুরি। গতবছরে কেরল বিধানসভায় আসন জেতার পরে উত্তর কেরলে হিন্দুত্বের নামে হিংসা ছড়াচ্ছে বিজেপি ও আরএসএস।

English summary
BJP To Get 'Triple Talaq' In Uttar Pradesh After Rout In Delhi, Bihar: Sitaram Yechury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X