For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বন্ধুদের' হারিয়েই ব্রহ্মপুত্রের তীরে পদ্ম ফুটিয়েছে বিজেপি! গেরুয়া ঝড়ে এবার নিশ্চিহ্ন হবে কংগ্রেসও?

Google Oneindia Bengali News

নিজের জোটসঙ্গীদের ক্ষমতার উপর থাবা বসিয়ে নিজেদের ক্ষমতা বাড়ানোয় বিজেপির জুড়ি মেলা ভার। সম্প্রতি বিহারে এই ঘটনা দেখা গিয়েছে। সেখানে 'সিনিয়র পার্টনার' জেডিইউ-কে বহু হাত পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। এই প্রায় একই চিত্র অসমেও। সবাইকে অবাক করে দিয়ে বিজেপি যেভাবে অসমে ক্ষমতা দখল করেছিল, তার নেপথ্যে অনেকটাই গুরুত্ব ছিল অসম গণ পরিষদের। তবে এনআরসি-সিএএ ইস্যুতে দূরত্ব বেড়েছে দুই দলের। এদিকে বোড়ো চুক্তির পর দূরত্ব বেড়েছে অপর সঙ্গী বোড়ো পিপলস ফ্রন্ট এবং বিজেপিরও।

অসমে বিজেপির জনভিত্তি প্রমাণিত হয়েছে বিটিএ নির্বাচনেই

অসমে বিজেপির জনভিত্তি প্রমাণিত হয়েছে বিটিএ নির্বাচনেই

অসমে বিজেপির জনভিত্তি প্রমাণিত হয়েছে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনসট্রেশনের নির্বাচনে। এদিকে অসম কগ্রেসেও বড় ভাঙন দেখা দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে। গত ডিসেম্বরেই কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় অসমের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অজন্তা নিওগকে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। এককালে তরুণ গগৈয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অজন্তা চার বারের বিধায়ক। তবে সেই অজন্তাই চেখে আঙুল দিয়ে কংগ্রেসের ভাঙন রেখাটি স্পষ্ট করে দেয়।

অসমে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে

অসমে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে

এআইইউডিএফকে সঙ্গে নিয়ে মহাজোট গড়ে বিজেপিকে ঠেকাতে চাইছে কংগ্রেস। এই জোটের মূল কারিগর ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তবে তরুণ গগৈয়ের মৃত্যুর পরই কংগ্রেসে ভাঙনের রেখা দেখা দিয়েছে। সিএএ এবং এনআরসিকে আসন্ন নির্বাচনের জন্যে মূল ইস্যু বানাতে চাওয়া কংগ্রেস আপাতত ঘর বাঁচাতে ব্যস্ত। অসমে কংগ্রেস নেতৃত্বহীনতায় ভুগছে।

পরপর কাউন্সিল নির্বাচনে বিজেপির জয়

পরপর কাউন্সিল নির্বাচনে বিজেপির জয়

এবছর অনুষ্ঠিত হওয়া বোড়োল্যান্ড কাউন্সিল নির্বাচনে বিজেপি একা লড়ে পায় ৯টি আসন। ২০১৫ সালে এই আসন সংখ্যা ছিল মাত্র ১। তাই বিজেপি নেতৃত্ব খুবই আশাবাদী। এদিকে শুধু বোড়োল্যান্ড নয়, টিওয়া কাউন্সিলেও আশাতীত ফল করে বিজেপি। এই কাউন্সিলে তো ৩৩টি আসনে জিতে একক ভাবেই বোর্ড গঠন করে বিজেপি।

অসমে গেরুয়া ঝড়

অসমে গেরুয়া ঝড়

এবছর অনুষ্ঠিত হওয়া বোড়োল্যান্ড কাউন্সিল নির্বাচনে বিজেপি একা লড়ে পায় ৯টি আসন। ২০১৫ সালে এই আসন সংখ্যা ছিল মাত্র ১। তাই বিজেপি নেতৃত্ব খুবই আশাবাদী। এদিকে শুধু বোড়োল্যান্ড নয়, টিওয়া কাউন্সিলেও আশাতীত ফল করে বিজেপি। এই কাউন্সিলে তো ৩৩টি আসনে জিতে একক ভাবেই বোর্ড গঠন করে বিজেপি।

বোড়ো পিপলস ফ্রন্টের সঙ্গে দূরত্ব তৈরি বিজেপির

বোড়ো পিপলস ফ্রন্টের সঙ্গে দূরত্ব তৈরি বিজেপির

উল্লেখ্য, বিজেপির সঙ্গে জোট বেঁধে অসমের সরকার গঠন করেছিল বোড়ো পিপলস ফ্রন্ট। তবে বোড়োল্যান্ড চুক্তি পরবর্তী সময় দূরত্ব বাড়ে দুই শরিকের। এই পরিস্থিতিতে বিজেপি এই নির্বাচনে একা লড়াই করে। এদিকে জোটের ভাঙনের জেরে বোড়ো পিপলস ফ্রন্ট শোচনীয় ফল করছে। প্রসঙ্গত, গত বেশ কয়েক দশক ধরেই এই এলাকায় একছত্র আধিপত্য দেখিয়েছিল বোড়ো পিপলস ফ্রন্ট।

সিএএ-এনআরসি পিছনে ফেলে এগিয়ে গিয়েছে অসমের রাজনীতি

সিএএ-এনআরসি পিছনে ফেলে এগিয়ে গিয়েছে অসমের রাজনীতি

সিএএ-এনআরসি পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে অসমের রাজনীতি। এবং সেখানে জমি ফিরে পেয়েছে বিজেপি। টিওয়া, বোড়োল্যান্ডের মতো আদিবাসী এলাকায় বিজেপির জয়যাত্রা তাই চলতি বছরের নির্বাচনের আগে অক্সিজেন যুগিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়ালদের। এদিকে বিজেপি সরাসরি একদা বন্ধু থাকা দলগুলির থেকে সরাসরি সমর্থন ছিনিয়ে আনতেও সমর্থন হয়েছে। যা অসমে গেরুয়া ঝড়ের আরও বড় ইঙ্গিত দিয়ে রাখল।

English summary
BJP gains political space in Assam with decimation of its allies, Cracks widen in Assam Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X