For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার খাতা খুলবেই! আত্মবিশ্বাসী বিজেপি কেরলে জোট সেরে ফেলল

কেরলে জোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলল বিজেপি। এদিন ভারত ধর্ম জন সেনা (বিডিজেএস) ও কেরল কংগ্রেসের সঙ্গে জোট হল গেরুয়া শিবিরের।

  • |
Google Oneindia Bengali News

কেরলে জোট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলল বিজেপি। এদিন ভারত ধর্ম জন সেনা (বিডিজেএস) ও কেরল কংগ্রেসের সঙ্গে জোট হল গেরুয়া শিবিরের। কেরলের ২০টি আসনের মধ্যে বিজেপি লড়বে ১৪টি আসনে। বিডিজেএস ৫টি ও কেরল কংগ্রেস ১টি আসনে লড়তে চলেছে।

এবার খাতা খুলবেই! আত্মবিশ্বাসী বিজেপি কেরলে জোট সেরে ফেলল

বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক মুরলীধর রাও জোটের খবর জানিয়ে বলেছেন, সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমর্থন পাচ্ছে বিজেপি।

[আরও পড়ুন: 'চৌকিদার'দের সঙ্গে কথা 'চৌকিদারে'র, 'ম্যায় ভি চৌকিদারে'র প্রচারে মোদী][আরও পড়ুন: 'চৌকিদার'দের সঙ্গে কথা 'চৌকিদারে'র, 'ম্যায় ভি চৌকিদারে'র প্রচারে মোদী]

সূত্রের খবর, মিজোরামের রাজ্যপালের পদ ছেড়ে ফিরে আসা বিজেপি নেতা কুম্মানম রাজশেখরন তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে প্রার্থী হবেন। বিডিজেএস প্রধান তুষার বেল্লাপল্লি ত্রিশূর থেকে প্রার্থী হতে পারেন।

[আরও পড়ুন: বামেরা চার আসন ছেড়েছিল, কংগ্রেস ছাড়ল পাঁচ! এই হল বাংলায় জোটের হাল-হকিকৎ][আরও পড়ুন: বামেরা চার আসন ছেড়েছিল, কংগ্রেস ছাড়ল পাঁচ! এই হল বাংলায় জোটের হাল-হকিকৎ]

কেরলে এখনও বিজেপি কোনও আসন জেতেনি। তবে এবার খাতা খুলবে বলে আত্মবিশ্বাসী সকলে। কেরলের ২০টি আসনে আগামী ২৩ এপ্রিল ভোট হতে চলেছে।

[আরও পড়ুন: লোকসভার মুখে বিজেপির শক্তিবৃদ্ধি, রাহুলের কেন্দ্রে ভাঙল মায়াবতীর দল ][আরও পড়ুন: লোকসভার মুখে বিজেপির শক্তিবৃদ্ধি, রাহুলের কেন্দ্রে ভাঙল মায়াবতীর দল ]

English summary
BJP Finalises seat-sharing pact in Kerala for Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X