For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই রাজ্যে পরিবারতন্ত্রের 'গাড্ডা'য় বিজেপি! ছুটছে কংগ্রেসের ঘোড়া

ভোট আসলেই বিজেপি নেতাদের মুখে উঠে আসে কংগ্রেসের পরিবারতন্ত্রের কথা। কিন্তু এবারের বিধানসভা ভোটে বিপাকে পড়েছে রাজ্যস্থানের বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

ভোট আসলেই বিজেপি নেতাদের মুখে উঠে আসে কংগ্রেসের পরিবারতন্ত্রের কথা। কিন্তু এবারের বিধানসভা ভোটে বিপাকে পড়েছে রাজ্যস্থানের বিজেপি। দলে বিদ্রোহ রুখতে বহু নেতার ঘনিষ্ঠ আত্মীয় ও পরিবারের সদস্যকে টিকিট বিলি করতে বাধ্য হয়েছে তারা। এমনটাই বলছেন রাজনৈতিক মহলের একাংশ। এখানেই গতি হারিয়েছে বিজেপির পরিবারতন্ত্র বিরোধী ভাষণ।

এই রাজ্যে পরিবারতন্ত্রের গাড্ডায় বিজেপি! ছুটছে কংগ্রেসের ঘোড়া

গত রবিবার রাতে প্রকাশিত ১৩১ জনের তালিকায় আগেকার ৮৫ জনকে পুনরায় মনোনয়ন দিয়েছে বিজেপি। প্রথম তালিকাতেই ছেলে, নাতি-নাতনি, পুত্রবধূরা স্থান পেয়েছে।

নাসিরাবাদ আসনে প্রয়াত সাংসদ সনোয়ারলাল জাটের পুত্র রামস্বরূপ লম্বাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দিগকুমার আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রয়্তা প্রাক্তন মন্ত্রী দিগম্বর সিং-এর পুত্র শৈলেশ সিংকে।

বিকানিরের কোলায়াত আসন থেকে বর্ষীয়ান নেতা দেবী সিং ভাতীর পুত্রবধূ পুনম কানোয়ারকে মনোনয়ন দিয়েছে। ভরতপুর জেলার বায়ানা আসন থেকে প্রার্থী করা হয়েছে ঋষি বনসালের স্ত্রী ঋতুকে।

অন্য নামগুলির মধ্যে রয়েছে, প্রতাপগড় থেকে প্রাক্তন মন্ত্রী নন্দলাল মিনার ছেলে হেমন্ত মিনা, প্রাক্তন বিধায়ক গুজরান্ত সিং-এর নাতি গুরবীর সিং ব্রার, যোধপুর থেকে প্রাক্তন বিধায়ক কৈলাস বনশালীর ভাগ্নে অতুল বনশালী, বামনওয়াস আসন থেকে প্রাক্তন বিধায়ক কুঞ্জিলালের ছেলে রাজেন্দ্র মিনা।

নাম না প্রকাশের শর্তে নেতারা বলছেন, যাতে ২০০৮-এর মতো পরিস্থিতি তৈরি না হয়, সেইজন্যই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের দল। ২০০৮-এ ১৫ টি আসন কমের জন্য ক্ষমতা হারাতে হয়েছিল বিজেপিকে।

English summary
BJP Fields Family Members Of Several Party Leaders In Rajasthan Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X