For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৈরানে হারতে চলেছে বিজেপি, আরএলডি এগিয়ে ৪১ হাজারেরও বেশি ভোটে

উত্তর প্রদেশের কৈরান কেন্দ্রে ১৪ রাউন্ড গননার শেষে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রার্থী তাবাসুম হাসান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মৃগাঙ্কা সিংয়ের বিরুদ্ধে ৪১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছ

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের কৈরান কেন্দ্রে ১৪ রাউন্ড গণনার শেষে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রার্থী তবস্সুম হাসান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মৃগাঙ্কা সিংয়ের বিরুদ্ধে ৪১ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি আরএলডি প্রার্থীকে সমর্থন করেছিল।

কৈরাণে হারছে বিজেপি

এখনও পর্যন্ত ৫,৪৩,৩৯৪ ভোট গণনা করা হয়েছে। যারমধ্যে আরএলডি'র তবস্সুম হাসান ২,৮৬,৭০৫ টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী মৃগাঙ্কা সিং য়েছেন ২৪৪,৬২৭ টি ভোট । ফলে, বিজেপি'র বিরুদ্ধে ৪০,০০০-এরও বেশি এগিয়ে গিয়েছে আরএলডি। এক সাক্ষাতকারে তবস্সুম বলেন, বিজেপি কৈরান লোকসভা উপনির্বাচনের প্রচারপর্বে অপ্রয়োজনীয়ভাবে মহম্মদ আলী জিন্নাহর প্রসঙ্গ তুলেছে। তাঁর অভিযোগ ক্ষমতাসীন দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

বিজেপি সাংসদ হুকুম সিংয়ের মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেপি প্রার্থী মৃঙ্গাঙ্কা সিং, হুকুম সিং-এরই কন্যা। সোমবার কৈরান লোকসভা কেন্দ্রের ভোটগ্রহন হয়। ইভিএম খারাপ হয়ে যাওয়ায় হুধবার আবার ৭৩টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়।

কৈরান লোকসভা আসন উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে প্রেস্টিজ ইস্যু। মাত্র কয়েকমাস আগে বিরোধী জোট গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা উপনির্বাচনে জয়লাভ করেছে। মুখ পুড়েছিল আদিত্যনাথের। এবারেও ফলাফল সেদিকেই এগোচ্ছে।

English summary
After 14 rounds of counting, in Uttar Pradesh's Kairan Loksabha seat, RLD candidate Tabasam Hassan takes a massive margin of more than 41,000 votes against BJP's Mriganka Sing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X