For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের শরিক ভাঙল বিজেপির, ঝাড়খণ্ডে একা লড়ার সিদ্ধান্ত নিল অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন

ফের শরিকি ভাঙন বিজেপিতে। এবার ঝাড়খণ্ডে প্রকট হচ্ছে ফাটল।

Google Oneindia Bengali News

ফের শরিকি ভাঙন বিজেপিতে। এবার ঝাড়খণ্ডে প্রকট হচ্ছে ফাটল। আরও এক শরিক একক লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজেপির হাত ছেড়ে বিধানসভা ভোটে একক লড়াইয়ের কথা জানিয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন। রাজ্যে ৮০টি কেন্দ্রেই তারা প্রার্থী দেবে বলে জানিয়েছে।

শরিক ভাঙল বিজেপির

শরিক ভাঙল বিজেপির

ঝাড়খণ্ডে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত শরিকি ফাটল চওড়া হচ্ছে বিজেপির। আসন বণ্টন নিয়ে মতানৈক্যের কারণে বিজেপির হাত ছেড়ে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের। ৮০টি কেন্দ্রে নিজেদের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তারা।

আসন বণ্টন নিয়ে বিবাদ

আসন বণ্টন নিয়ে বিবাদ

শরিকদের সঙ্গে আলোচনা না করেই আসন বণ্টন করতে শুরু করেছে বিজেপি। ঝাড়খণ্ডের লোহারডাগ্গা বিধানসভা কেন্দ্রে বুধবারই সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুখদেও ভগতকে প্রার্থী করেছে। অথচ ওই কেন্দ্রেই আগেই শরিক এজেএসইউ নিরু ভগতকে প্রার্থী করেছিল। ১১ নভেম্বর তিনি মনোনয়ন জমা দিয়ে দিয়েছিলেন। তারপরেও বিজেপি আলাদা করে প্রার্থী ঘোষণা করে ওই একই কেন্দ্রে। অভিযোগ শরিক এজেএসইউকে ১০টি আসনের ভাগ দিতে চেয়েছিল বিজেপি।

দল ভারী হচ্ছে এজেএসই-র

দল ভারী হচ্ছে এজেএসই-র

একের পর এক কংগ্রেস নেতা যোগদান করতে শুরু করেছে এজেএসইউ-তে। ঘাটশিলার তিন বারের কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন এজেএসইউ-তে। তিনি অভিযোগ করেছেন গত সাত বছর ধরে কংগ্রেসে থাকার পরেও দল তাঁকে কোনঠাসা করে রেখেছে। সেকারণেই তিনি দল বদল করেছেন। দল ভারী হচ্ছে দেখেই বিজেপির হাত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এজেএসইউ। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
BJP faces tough situation in Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X