For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী দিল্লিতে বিধানসভা ভোট, জোটসঙ্গীদের আসন বণ্টন নিয়ে সংকটে বিজেপি

রাজধানী দিল্লিতে বিধানসভা ভোট, জোটসঙ্গীদের আসন বণ্টন নিয়ে সংকটে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

রাজধানীতে ভোটের আর পক্ষকাল বাকি। এখনও বিজেপি সে অর্থে তৈরি নয়। বিজেপির পক্ষে একটাই সুখবর বিরোধী ভোট ভাগ হবে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। কিন্তু বিজেপিও শরিক দলগুলির সঙ্গে সমঝোতা করে উঠতে পারেনি। এখনও শিরোমণি আকালি দলের সঙ্গে চূড়া্ন্ত হয়নি আসন সমঝোতা।

শিরোমণি আকালি দল-বিজেপির আসন সমঝোতা

শিরোমণি আকালি দল-বিজেপির আসন সমঝোতা

শরিক দল জনতা দল ইউনাইটেডের জন্য দুটি আসন এবং লোক জনশক্তি পার্টির জন্য একটি আসন নির্ধারণ করে রেখেছে বিজেপি। কিন্তু ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের বন্ধু শিরোমণি আকালি দলের জন্য কটি আসন বরাদ্দ করা হবে, তা চূড়ান্ত করতে পারেনি বিজেপি।

কটি আসন ছাড়া হবে শিরোমণি আকালি দলকে

কটি আসন ছাড়া হবে শিরোমণি আকালি দলকে

বিজেপি এখনও ভাবছে কটি আসন ছাড়া যায় শিরোমণি আকালি দলকে। এবং কোন কোন আসন ছাড়া যায় তা নিয়েও আলোচনা চলছে। এসএডি-র সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে বিজেপির এক প্রবীণ নেতা জানান আলোচনা চলছে। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

বিহারের দুই জোটসঙ্গীকে দিল্লিতে আসন বণ্টন

বিহারের দুই জোটসঙ্গীকে দিল্লিতে আসন বণ্টন

সূত্র জানিয়েছে, সংঘ বিহার ও বুরারি আসন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউয়ের জন্য রাখা হয়েছে। সীমাপুরী আসনটি রামবিলাস পাসওয়ানের দল এলজেপির জন্য বরাদ্দ করা হয়েছে। এই বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তাঁদের খুশি করতেই এই আসনগুলি দুই দলকে ছাড়া হয়েছে।

যে আসনগুলির সিদ্ধান্ত বাকি এখনও

যে আসনগুলির সিদ্ধান্ত বাকি এখনও

বিজেপি এখন পর্যন্ত দিল্লি নির্বাচনের জন্য ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় ঠাঁই পেয়েছেন আপের বিদ্রোহী কপিল মিশ্র, বিজেপির প্রবীণ নেতা বিজেন্দ্র গুপ্ত এবং শিখা রাই। তিনটি আসন জেডিইউ ও এলজেপি জন্য রাখা হয়েছে। এখনও ১০টি আসন নিয়ে বাকি রয়েছে সিদ্ধান্ত। উল্লেখ্য, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি এবং ফল প্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি।

কেরল-পঞ্জাবের পথে বাংলাও, নাগরিক আইন বিরোধী প্রস্তাব পাসের বার্তা মমতারকেরল-পঞ্জাবের পথে বাংলাও, নাগরিক আইন বিরোধী প্রস্তাব পাসের বার্তা মমতার

English summary
BJP faces problem with seat sharing with their ally in Delhi Assembly election. BJP already announces candidate for 57 seats out of 70
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X