উন্নাও ধর্ষণকাণ্ডে যাবজ্জীবনের সাজা সেনগারকে, নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ
উন্নাও ধর্ষণকাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল প্রাক্তন বিজেপি নেতা তথা বিধায়ক কুলদীপ সেনগারকে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও শোনায় দিল্লির তিস হাজারির বিশেষ আদালত। সোমবার ২০১৭ সালের নাবালিকাকে ধর্ষণের মামলায় পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয়েছিল প্রাক্তন বিজেপি নেতা তথা বিধায়ক কুলদীপ সেনগারকে। তবে কুলদীপকে দোষী সাব্যস্ত করা হলেও অপর অভিযুক্ত শশী সিংকে বেকসুর খালাশ করা হয়।

বিজেপি থেকে বহিস্কার করা হয় কুলদীপকে
এমাসের শুরু দিকে উন্নাও ধর্ষণ মামলার শুনানি শেষ হয়। এই মামলার দায়িত্বে থাকা বিচারক ধর্মেশ শর্মা জানিয়েছিলেন ১৬ ডিসেম্বর এই মামলার রায়দান করা হবে। এই ঘটনায় জড়িয়ে পড়ার পর বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ সেনগারের বিরুদ্ধে রায়দান করে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অশন্তোষ প্রকাশ করা হয়। অন্যদিকে অভিযোগকারিনীর বাবাকে অবৈধ অস্ত্র রাখার মামলায় ২০১৮-র ৩ এপ্রিল গ্রেফতার করা হয়। কিন্তু তিনি ৯ এপ্রিল পুলিশি হেফাজতেই মারা যান।
|
প্রতিদিনের শুনানির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট
অগাস্টে সুপ্রিম কোর্ট এই মামলার প্রতিদিনের শুনানির নির্দেশ দেয়। পাশাপাশি ধর্ষিতার চিঠির প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ লখনউ থেকে মামলা সরিয়ে আনেন রাজধানী দিল্লিতে। এরপরেই দিল্লির আদালতে শুনানি শুরু হয়। ৪৫ দিনে এই মামলার শুনানি শেষ হয়। অন্যদিকে অভিযোগকারিনীর বাবাকে অবৈধ অস্ত্র রাখার মামলায় ২০১৮-র ৩ এপ্রিল গ্রেফতার করা হয়। কিন্তু তিনি ৯ এপ্রিল পুলিশি হেফাজতেই মারা যান।

কী অভিযোগ ছিল সেনগারের বিরুদ্ধে?
সেনগারের বিরুদ্ধে অভিযোগ ২০১৭ সালে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার। আদালতের তরফে সহ অভিযুক্ত শশী সিং-এর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২০১৯-এর অগাস্টে সেনগারকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। ৯ অগাস্ট আদালত বিধায়ক এবং তার সহযোগীর বিরুদ্ধে ১২০ বি, ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ধারায় মামলা দায়ের করে। পকসো আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়।