For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় হারের জের! লোকসভার টিকিট বিলিতে বিজেপির নয়া 'বিধান' ছত্তিশগড়ে

২০১৯-এর নির্বাচনে অভিনব পন্থা নিল ছত্তিসগড় বিজেপি। বর্তমানে রাজ্য থেকে থাকা কোনও সাংসদকেই এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়াহয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর নির্বাচনে অভিনব পন্থা নিল ছত্তিসগড় বিজেপি। বর্তমানে রাজ্য থেকে থাকা কোনও সাংসদকেই এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান বিরোধিতা হাওয়ার জেরে বিধানসভায় হেরে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বিধানসভায় হারের জের! লোকসভার টিকিট বিলিতে বিজেপির নয়া বিধান ছত্তিশগড়ে

বিজেপির সাধারণ সম্পাদক তথা ছত্তিসগড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা অনিল জৈন সংবাদ মাধ্যমকে বলেছেন, রাজ্যের ১১ টি লোকসভা আসনেই নতুন প্রার্থী দেওয়া হবে। দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটিও এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। রাজ্য থেকে দুর্গ আসন ছাড়া বাকি সব আসনে আগের নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি।

বিজেপির বর্তমান সাংসদদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-এর ছেলে অভিষেক সিং। তিনি রাজনন্দগাঁও থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সূত্রের খবর অনুযায়ী বিজেপি এবার ওই আসন থেকে রমন সিংকে টিকিট দিতে পারে বলে জানা গিয়েছে। এবার টিকিট দেওয়া হচ্ছে না লোকসভায় বিজেপির প্রাক্তন চিফ হুইপ রমেশ বেশকে। তিনি ১৯৮৯ সাল থেকে রায়পুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

[আরও পড়ুন: গোয়ায় আজ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ! বিজেপি বিধায়কদের সরানো হল ৫ তাঁরা হোটেলে][আরও পড়ুন: গোয়ায় আজ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ! বিজেপি বিধায়কদের সরানো হল ৫ তাঁরা হোটেলে]

সূত্রের খবর অনুযায়ী, ছত্তিসগড়ের মতোই মধ্যপ্রদেশ ও রাজস্থানে সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বসুন্ধরা রাজেকে লোকসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি।

[আরও পড়ুন: দলবদলের ধাক্কা উত্তরপূর্বেও! বিজেপি ছেড়ে শরিকদলে যোগ ২ মন্ত্রী, ৬ বিধায়কের][আরও পড়ুন: দলবদলের ধাক্কা উত্তরপূর্বেও! বিজেপি ছেড়ে শরিকদলে যোগ ২ মন্ত্রী, ৬ বিধায়কের]

[আরও পড়ুন: নিরাপত্তার 'গেরো'য় রাজধানী! আস্ত এটিএম তুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা][আরও পড়ুন: নিরাপত্তার 'গেরো'য় রাজধানী! আস্ত এটিএম তুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা]

English summary
BJP to drop all sitting MPs from Chhattisgarh this time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X