For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিল নিয়ে মোদী-সঙ্গ ছেড়েছে অগপ! লোকসভার আগে আরও ৩ শরিকের হুঁশিয়ারি

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তিন শরিকের চ্যালেঞ্জের মুখে বিজেপি। এই তিন শরিক হল মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরামের।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তিন শরিকের চ্যালেঞ্জের মুখে বিজেপি। এই তিন শরিক হল মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরামের। বিজেপি এই তিন শরিকের সঙ্গে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে। তিন শরিক তথা তিন রাজ্যের শাসকদল নাগরিকত্ব বিল নিয়ে বিজেপিকে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই একইকারণে এনডিএ ছাড়ার কথা জানিয়েছে অসমের অন্যতম বড় শরিক অহম গণ পরিষদ।

মেঘালয়

মেঘালয়

তিন শরিক দল লের মধ্যে রয়েছে মেঘালয় সরকারের নেতৃ্ত্বে থাকা ন্যাশনাল পিপলস পার্টি। যারা মেঘালয় ডেমোক্রেটিক অ্যানায়েন্সের প্রধান দল। যার গতবছরের মে মাসে ক্যাবিনেট বৈঠকে মোদী সরকারে নাগরিকত্ব সংশোধনী বিল খারিজ করে দিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডব্লুআর খারলুখি বলেছেন, উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য এই বিল মারাত্মক। কেন কেন্দ্র এই বিলের জন্য চাপ দিচ্ছে তা তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন। কেননা ১৯৭৯ সাল থেকে এই এলাকায় বিদেশি বিরোধী শক্তিশালী প্রচার চলছে।

মিজোরাম

মিজোরাম

রাজ্যে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। যারা এনডিএ-র শরিক। রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, তার সরকার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরেই তারা এর বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছেন বলে জানিয়েছেন। মিজোরামের মতো রাজ্যে এই বিল ক্ষতিকারক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কেননা বাংলাদেশ থেকে ওই রাজ্যে বুদ্ধিস্ট শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশ চলছে বলে অভিযোগ।

নাগাল্যান্ড

নাগাল্যান্ড

নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স। প্রধান দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। দলের প্রধান নেইফু রিও রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে নিজের আপত্তির কথা বিজেপিকে জানিয়েছেন। এই রাজ্যেও সরকারের শরিক দল বিজেপি।

(ফাইল ছবি সৌজন্য: পিটিআই)

English summary
BJP draws fire from 3 more allies in northeast on Citizenship Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X