For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে ৪৩জন বিধায়ককে টিকিট দিল না বিজেপি, অসন্তোষ তীব্র গেরুয়া শিবিরে

রাজস্থানে ৪৩ জন সিটিং এমএলএ বা বর্তমান বিধায়ক পদে রয়েছেন এমন নেতাকে এবারে ভোটে লড়ার টিকিট দেয়নি বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে বিধানসভা ভোটে ফের একবার জয় তুলে নিতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না বিজেপি। তবে গেরুয়া শিবিরের নানা সিদ্ধান্ত দলের বিপক্ষে চলে যাচ্ছে বলে অন্দরের অনেকেই মনে করছেন। জানা গিয়েছে, রাজস্থানে ৪৩ জন সিটিং এমএলএ বা বর্তমান বিধায়ক পদে রয়েছেন এমন নেতাকে এবারে ভোটে লড়ার টিকিট দেয়নি বিজেপি। এর মধ্যে চারজন মন্ত্রীও রয়েছেন। শুধু তাই নয়, অভিযোগ, দল বদলে ভোটের আগে যারা বিজেপিতে এসেছেন তাদের টিকিট দিয়েছে দল।

২০০টি কেন্দ্রে ভোট

২০০টি কেন্দ্রে ভোট

২০০টি আসনের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে ১৬২টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। আগামী ৭ ডিসেম্বর সবকটি কেন্দ্রে একদফায় ভোটগ্রহণ হবে। ফলাফল বেরোবে ১১ ডিসেম্বর। সেদিন বাকী চার রাজ্যের ফলাফলও বেরোবে।

দুই দফায় তালিকা প্রকাশ

দুই দফায় তালিকা প্রকাশ

বিজেপি দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রথম দফায় ১৩১ জনের নাম ও দ্বিতীত দফায় ৩১ জনের নাম দিয়েছে। ১১ ও ১৪ নভেম্বর নামের তালিকা প্রকাশিত হয়েছে।

[আরও পড়ুন: দিনহাটায় 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি তৃণমূল নেতাকে ][আরও পড়ুন: দিনহাটায় 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি তৃণমূল নেতাকে ]

 বাদ ৪৩ জন বিধায়ক

বাদ ৪৩ জন বিধায়ক

এখনও পর্যন্ত ৪৩ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। ৯২ জন বিধায়ক ফের টিকিট পেয়েছেন। মনে করা হচ্ছে আরও কয়েকজনের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই অবস্থায় এতজন বিধায়ক কী করেন সেটাই দেখার।

[আরও পড়ুন:বাংলায় চারগুণ লোকসভা আসন বাড়বে বিজেপির, নয়া সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত][আরও পড়ুন:বাংলায় চারগুণ লোকসভা আসন বাড়বে বিজেপির, নয়া সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত]

শেষ নির্বাচনের ফল

শেষ নির্বাচনের ফল

২০১৩ সালের নির্বাচনে ২০০টি আসনের মধ্যে বিজেপি ১৬৩টি আসনে জয়ী হয়েছিল। বিরোধী কংগ্রেস জিতেছিল মাত্র ২১টি আসন। আর এবার পালাবদল হতে পারে বলে বিভিন্ন সমীক্ষায় ব্যাখ্যা করা হয়েছে।

[আরও পড়ুন:'আমরা মারলে সোজা শ্মশানে' বিরোধীদের চমকাতে গিয়ে বিতর্কে দিলীপ][আরও পড়ুন:'আমরা মারলে সোজা শ্মশানে' বিরোধীদের চমকাতে গিয়ে বিতর্কে দিলীপ]

English summary
BJP denies ticket to 43 sitting MLAs including four ministers in Rajasthan Assembly election 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X