For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ ফেরত সমীক্ষা মিলবে না! দিল্লিতে কতগুলি আসন নিয়ে ক্ষমতায় বিজেপি, টুইটে ফল

বুথ ফেরত সমীক্ষার ফল মিলবে না এবার, দিল্লির ভোটে বিজয়ী হয়ে ক্ষমতা দখল করবে বিজেপিই। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি শনিবার এক্সিট পোলের ফলাফল সামনে আসার পর এমনটাই দাবি করলেন।

  • |
Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষার ফল মিলবে না এবার, দিল্লির ভোটে বিজয়ী হয়ে ক্ষমতা দখল করবে বিজেপিই। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি শনিবার এক্সিট পোলের ফলাফল সামনে আসার পর এমনটাই দাবি করলেন। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি এবার হারছেই। ২৩ বছর পর ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

মনোজের টুইট-বার্তা

মনোজ তিওয়ারি টুইট করে জানান, বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনে এবার ৪৮টি আসন নিয়ে সরকার গঠন করবে। সমস্ত বুথ ফেরত সমীক্ষাই ব্যর্থ হবে। একটা সমীক্ষাও এবার মিলবে না। তিনি আরও বলেন, আমার এই টুইটকে সেভ করে রাখুন। বিজেপি ৪৮টি আসন নিয়ে দিল্লিতে সরকার গঠন করলে আবার ইভিএমে কারচুপির গল্প ফাঁদবেন না যেন।

দিল্লিতে এবার পদ্ম ফুটবেই, দাবি

দিল্লিতে এবার পদ্ম ফুটবেই, দাবি

বিজেপির পক্ষে দিল্লি বিধানসভার কুর্সি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তারা জাতীয় রাজধানীতে তারা ২০ বছরেরও বেশি ক্ষমতায় নেই। দিল্লিতে খরার অবসান ঘটাতে তারা এবার বদ্ধপরিকর ছিল। তারা দিল্লিতে এবার পদ্ম ফুটিয়ে ছাড়বেনই। উল্লেখ্য, এদিন সমস্ত এক্সিট পোলই পূর্বাভাস দিয়েছে যে, দিল্লিতে ক্ষমতা বজায় রাখবে আপ।

বুথ ফেরত সমীক্ষায় ফল

বুথ ফেরত সমীক্ষায় ফল

এবিপি নিউজ সি-ভোটারের সমীক্ষায় আপ পাবে ৪৯ থেকে ৬৩ আসন, বিজেপিকে ৫-২১টি আসন দিয়েছে ওই সমীক্ষা। নিউজএক্সের আরেকটি এক্সিট পোলের সমীক্ষায় আপ পাচ্ছে ৫০-৫৬টি আসন আর বিজেপি ১০-১৪ আসন পাবে। টাইমস নাউয়ের মতে, আপ ৪৪টি আসন এবং বিজেপি ২৬টি আসনে জিততে পারে। আবার ইন্ডিয়া টুডের সমীক্ষায় আপ ৫৯ থেকে ৬৮টি আসন পেতে পারে। বিজেপি ২ থেকে ১১।

English summary
BJP demands AAP will not win in Delhi according to exit poll survey. BJP will get 45 seats and occupy the Delhi Assembly. BJP state president Monoj Tiwari demands that on his twitter page.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X