For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আপ 'সংকট-এর পর কীভাবে ঘুটি সাজাচ্ছে বিজেপি, দিল্লিতে নয়া নির্বাচনের সম্ভাবনা নিয়ে জল্পনা

শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় পড়ে যা রাজধানীর রাজনীতিতে। দিল্লির কেজরিওয়াল সরকারের ২০জন 'আপ' বিধায়ককে বাতিল করার কথা জানায় নির্বাচন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় পড়ে যা রাজধানীর রাজনীতিতে। দিল্লির কেজরিওয়াল সরকারের ২০জন 'আপ' বিধায়ককে বাতিল করার কথা জানায় নির্বাচন কমিশন। কমিশনের দাবি, তাঁরা প্রত্যেকে লাভজনক পেশায় যুক্ত, আর এই পেশাকে সঙ্গে নিয়ে জনপ্রতিনিধিনত্ব করা সংবিধান স্বীকৃত নয়। এই ঘটনার পর থেকেই ফের একবার নয়া দিল্লিতে উপনির্বাচনের কানাঘুষো শোনা যাচ্ছে। বিপাকে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার।

এরকম এক পরিস্থিতিতে নিজের মতো করে রাজনৈতিক হাওয়া পাল্টাতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আর সম্ভাব্য উপনির্বাচন ঘিরে ক্রমেই ঘুটি সাজাচ্ছে গেরুয়া শিবির।

কী কী চলছে বিজেপির অন্দরমহলে?

কী কী চলছে বিজেপির অন্দরমহলে?

সূত্রের খবর, বিজেপির দিল্লির বেশিরভাগ নেতাই শুক্রবার থেকে একাধিক বৈঠক করেন। দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি শুধুমাত্র উপনির্বাচনকে পাখীর চোখ করছে না , বরং মধ্য়বর্তী নির্বাচন নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন তাঁরা।

দিল্লির বিজেপি প্রধানের বার্তা

দিল্লির বিজেপি প্রধানের বার্তা

দিল্লিতে বিজেপি প্রধান মনোজ তিওয়ারি জানিয়েছেন, ' নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে একটু বেশি সময় লাগিয়ে দিল । তবে শেষমেশ তো বিচার পাওয়া গেল। গত ২০ মাসে দিল্লি অনেক কিছু সহ্য করেছে। এবার আমরা প্রস্তুত উপনির্বাচনের জন্য। '

বিজেপি-র কর্মী মহলে হাওয়া কেমন?

বিজেপি-র কর্মী মহলে হাওয়া কেমন?


বিজেপি সূত্রের দাবি, গত ২০ মাসে আপ সরকারের অনুন্নয়নে অখুশি নাগরিকরা। সেক্ষেত্রে ফের বিজেপি-র দিকে পাল্লা এমনিতেই ঝুঁকে রয়েছে। ২০ টি বিধানসভা আসনের উপ নির্বাচনে তাঁরা ভালো ফল করবেন বলে জানিয়েছেন মনোজ তিওয়ারি।

নম্বরের খেলা

নম্বরের খেলা

বিধানসভায় এতদিন পর্যন্ত আপ সদস্যদের সংখ্যা গরিষ্ঠতা বাকিদের কথা বলতে দেয়নি বলে, দাবি মনোজ তিওয়ারির। তবে এবার আর দিল্লি বিজেপিকে রোখা যাবে না বলে জোরদারভাবে সোচ্চার এই বিজেপি নেতা।

নির্বাচন কমিশন প্রসঙ্গে মনোজ

নির্বাচন কমিশন প্রসঙ্গে মনোজ

নির্বাচন কমিশন প্রসঙ্গে মনোজ তিওয়ারির বক্তব্য়, 'কমিশন আপ সরকারকে আয়নার মুখো মুখি দাঁড় করিয়েছে । এতদিন আপ সরকার য়া ইচ্ছে তাই করেছে। এবার দেখব বিদানসভায় কতজন বিরোধীকে বার করতে পারেন তাঁরা(আপ)। '

English summary
BJP in delhi gearing up for ‘a possible mid-term election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X