For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনসিপি-শিবসেনাকে অপেক্ষায় রাখল বিজেপি, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে সিদ্ধান্ত দীপাবলীর পর

Google Oneindia Bengali News

এনসিপি-শিবসেনাকে অপেক্ষায় রাখল বিজেপি, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে সিদ্ধান্ত দীপাবলীর পর
মুম্বই, ২১ অক্টোবর : এনসিপি-শিবসেনাকে অপেক্ষায় রেখে মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে সিদ্ধান্ত দীপাবলীর পরে হবে বলে জানিয়ে দিল বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যিনি বিজেপির মহারাষ্ট্র পর্যবেক্ষক, জানিয়ে দিলেন পরিস্থিতি পর্যালোচনা করতে দীপাবলীর পরই তিনি মহারাষ্ট্রে যাবেন।

প্রথমে ঠিক ছিল সোমবারই মুম্বইয়ের বিজেপি পর্যবেক্ষক হয়ে মহারাষ্ট্রে যাবেন রাজনাথ সিং, সঙ্গে যাবেন বিজেপির প্রবীন নেতা জেপি নাড্ডা। রাজনাথ সিং বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনার উদ্ধভ ঠাকরের ঘণিষ্ঠ বলেই পরিচিত। মহারাষ্ট্রে যাওয়ার পর উদ্ধভের সঙ্গে তিনি দেখা করবেন বলেও মনে করা হচ্ছে।

১৯ তারিখ, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই এই বিষয়টা পরিস্কার হয়ে যায় যে মহারাষ্ট্রে জনমতে সবচেয়ে বড় একক দল হলেও ১২৩ আসন জিতে বিধানসভার ২৮৮ আসনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য অন্য কারোর উপর ভরসা করতে হবে বিজেপিকে। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন আরও ২২টি আসন। আর তখনই প্রথম বিকল্প উঠে আসে শিবসেনা। ২৫ বছর জোটসঙ্গী থাকার পর আচমকাই নির্বাচনের আগে জোট ভঙ্গ করে বিজেপি-সেনা। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ফল দেখে কিছুটা সুর নরম করতে শুরু করে শিবসেনা। এও জানিয়ে দেয় শিবসেনা বিজেপি হাত বাড়লে সমর্থন দিতে প্রস্তুত শিবসেনা।

এনসিপি সুবিধাবাদী, সুযোগ বুঝে বিজেপির দিকে হাত বাড়াচ্ছে, অভিযোগ শিবসেনার

অন্যদিকে ৪১ টি আসন রয়েছে এনসিপির হাতেও। এদিকে এনসিপিও জানিয়ে দিয়েছে নিঃশর্ত সমর্থন দিতে রাজি তারা। দলের প্রধান শরদ যাদব জানিয়েছেন, রাজ্যে স্থায়ী সরকারই তাঁর লক্ষ।

কিন্তু বিজেপি কোন দিকে যেতে চায় সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। তবে বিজেপি নেতৃত্বের তরফে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, রাজ্যে মুখ্যমন্ত্রী হবে তাঁদের দল থেকেই এবং জোটসঙ্গীর জন্য যাবতীয় শর্ত দেবে তারাই।

এদিকে বিজেপির দিকে জোটের হাত বাড়ানোয় দলের মুখপত্রে এনসিপিকে তুলোধনা করেছে শিবসেনা। সামনা-য় বলা হয়েছে, কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার সুযোগ নিতে চাইছে বেশ কিছু রাজনৈতিক দল। এনসিপি সুবিধাবাদী, সুযোগ বুঝে বিজেপির দিকে হাত বাড়াচ্ছে।

তবে, শেষপর্যন্ত শিবসেনা, এনসিপি নাকি নির্দলের হাত ধরে তার জন্য এখন দীপাবলি পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

English summary
BJP keeps Shiv Sena, NCP guessing, decision on government formation in Maharashtra after Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X