For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজনৈতিক পর্যটন' করছেন অখিলেশ-মায়াবতী! কেন এমন কটাক্ষ মোদীর দলের, জেনে নিন

অখিলেশ যাদব, মায়াবতীদের কর্ণাটক সফরকে রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশ বিজেপির মুখপত্র রাকেশ ত্রিপাঠী।

  • |
Google Oneindia Bengali News

অখিলেশ যাদব, মায়াবতীদের কর্ণাটক সফরকে রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশ বিজেপির মুখপত্র রাকেশ ত্রিপাঠী। আগেই নিজেদের দলের হয়ে উত্তর প্রদেশের দুই নেতা-নেত্রী কর্ণাটকে প্রচারে যাবেন বলে জানানো হয়েছিল। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জাতপাতের রাজনীতি করে টিকে আছে বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের এই বিজেপি নেতা।

অখিলেশ যাদব, মায়াবতীদের কর্ণাটক সফরকে রাজনৈতিক পর্যটন বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশ বিজেপির মুখপত্র রাকেশ ত্রিপাঠী। আগেই নিজেদের দলের হয়ে উত্তর প্রদেশের দুই নেতা-নেত্রী কর্ণাটকে প্রচারে যাবেন বলে জানানো হয়েছিল। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জাতপাতের রাজনীতি করে টিকে আছে বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের এই বিজেপি নেতা। তবে কর্ণাটকের বিজেপি কর্মীরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রচার চান বলে জানিয়েছেন রাজ্যের ওই বিজেপি নেতা। কেননা তিনি যেই রাজ্যেই গিয়েছেন, সেই রাজ্যেই বিজেপির জয় হয়েছে। উত্তরপ্রদেশ বিজেপির মুখপত্র রাকেশ ত্রিপাঠী বলেছেন, দুটি দলের ভিত্তি এবং উৎপত্তিই উত্তর প্রদেশে। বাকি রাজ্যে এই দুটি রাজ্যের অবস্থা ভাল নয়। গোড়া থেকেই দুটি দল সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন তিনি। কেননা কর্ণাটকের মতো রাজ্যে এই দুটি দলের কোনও সংগঠনও নেই। কটাক্ষ করে বিজেপির এই নেতা বলেছেন, বাবা মুলায়ম সিং যাদবকে সরিয়ে দলের সভাপতি হওয়ার পর থেকে সমাজবাদী পার্টি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গুজরাতের মতো কর্ণাটকেও অখিলেশ যাদবের সফর ফ্লপ হবে বলে কটাক্ষ করেছেন তিনি। অন্যদিকে বসপার শুরুর নেতারা দল ছাড়ছেন। আর তাদের জাতীয় দলের মর্যাদা রাখাটাই দুষ্কর হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। কর্ণাটকে এইচটি দেবেগৌড়ার জেডিএস-এর সঙ্গে রাজনৈতিক সমঝোতা হয়েছে মায়াবতীর বিএসপির। তারা ২০ টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, অখিলেশের দল কর্ণাটকে লড়ছে দুডজনের বেশি আসনে।

তবে কর্ণাটকের বিজেপি কর্মীরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রচার চান বলে জানিয়েছেন রাজ্যের ওই বিজেপি নেতা। কেননা তিনি যেই রাজ্যেই গিয়েছেন, সেই রাজ্যেই বিজেপির জয় হয়েছে।

উত্তরপ্রদেশ বিজেপির মুখপত্র রাকেশ ত্রিপাঠী বলেছেন, দুটি দলের ভিত্তি এবং উৎপত্তিই উত্তর প্রদেশে। বাকি রাজ্যে এই দুটি রাজ্যের অবস্থা ভাল নয়। গোড়া থেকেই দুটি দল সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন তিনি। কেননা কর্ণাটকের মতো রাজ্যে এই দুটি দলের কোনও সংগঠনও নেই। কটাক্ষ করে বিজেপির এই নেতা বলেছেন, বাবা মুলায়ম সিং যাদবকে সরিয়ে দলের সভাপতি হওয়ার পর থেকে সমাজবাদী পার্টি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গুজরাতের মতো কর্ণাটকেও অখিলেশ যাদবের সফর ফ্লপ হবে বলে কটাক্ষ করেছেন তিনি। অন্যদিকে বসপার শুরুর নেতারা দল ছাড়ছেন। আর তাদের জাতীয় দলের মর্যাদা রাখাটাই দুষ্কর হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

কর্ণাটকে এইচটি দেবেগৌড়ার জেডিএস-এর সঙ্গে রাজনৈতিক সমঝোতা হয়েছে মায়াবতীর বিএসপির। তারা ২০ টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, অখিলেশের দল কর্ণাটকে লড়ছে দুডজনের বেশি আসনে।

English summary
BJP criticises Akhilesh, Mayawati's proposed Karnataka visit before election as 'political tourism'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X