For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীকে নিয়ে নতুন সমীকরণ বিজেপির! রাজনৈতিক 'বিচক্ষণতা'য় টুইট খোঁচা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে নতুন সমীকরণ তৈরি করল বিজেপি। রাহুলের আরএসএস-মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাহুল গান্ধীর সংজ্ঞা দিলেন।

Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে নতুন সমীকরণ তৈরি করল বিজেপি। রাহুলের আরএসএস-মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র রাহুল গান্ধীর সংজ্ঞা দিলেন। তিনি বলেন, একজন কিছুই জানেন না, অথচ সবকিছু নিয়েই কথা বলেন, তিনিই হলেন রাহুল গান্ধী। শনিবার এক টুইট বার্তায় সম্বিত কটাক্ষ করেন রাহুলকে।

রাহুল গান্ধীকে নিয়ে নতুন সমীকরণ তৈরি করল বিজেপি

এর আগে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে 'কন্ট্রাক্ট কিলার' আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, বিদেশের মাটিতে বসে ভারতের ভাবমূর্তি নষ্ট করার ঠিকা নিয়েছেন কংগ্রেস সভাপতি। আরএসএসকে মধ্য এশিয়ার জঙ্গি সংগঠন আইএসএসের সঙ্গে তুলনা করে তিনি গর্হিত কাজ করেছেন। এ জন্য তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

তারপরই টুইট করে বিজেপি মুখপাত্র বলেন, রাহুল এখনও পরিণত হননি। এখনও কোনও রাজনৈতিক বোধ তৈরি হয়নি। যদি তিনি রজৈনিতকভাবে বিচক্ষণ হতেন, তাহলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এমন কথা বলতেন না। তিনি যেসব কথা বলছেন, পাকিস্তানের সংবাদের শিরোনামে সেসব কথা স্থান পায়।

জার্মানির বার্লিনে বিজেপি ও আরএসএসকে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, ধর্মের ভিত্তিতে গোটা দেশে বিভেদ সৃষ্টি করছে বিজেপি ও আরএসএস। ঠিক যেমনটা মধ্য এশিয়ায় উগ্র ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলি করে থাকে, তেমনই কাজ ভারতে করছে আরএসএস। বিজেপির অভিযোগ, তিনি ঘুরিয়ে আরএসএসকে তালিবানি সংগঠন বা আইএসের সঙ্গে তুলনা করেন।

English summary
BJP creates niw equation about Congress leader Rahul Gandhi. Knowing nothing but speaking everything is equal to Rahul Gandhi. BJP spokesperson Sambit Patra counters Rahul Gandhi on his RSS comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X