For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অকংগ্রেসী দল হিসেবে প্রথম বার এক অনন্য রেকর্ড গড়ল মোদী সরকার

লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী, অমিত শাহের এবারের স্লোগান ছিল অবকী বার, ৩০০ পার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী, অমিত শাহের এবারের স্লোগান ছিল অবকী বার, ৩০০ পার। এই স্লোগানে ভরসা করেই সারাদেশে লোকসভা ভোটের প্রচার চালিয়েছে বিজেপি। এবং তার ফলও হাতেনাতে মিলেছে। বৃহস্পতিবার ফলাফল বেরোলে দেখা যায় যে ৩০০টির বেশি আসনে এককভাবে জয়লাভ করেছে।

মিলে গিয়েছে স্লোগান

মিলে গিয়েছে স্লোগান

বিজেপি এবং এনডিএ সব মিলিয়ে ৩৫২টি আসন জয় পেয়েছে। ফলে হাতেনাতে মিলে গিয়েছে বিজেপির স্লোগান। এর ফলে নরেন্দ্র মোদী সরকার এক অনন্য মাইলস্টোন তৈরি করল। প্রথম কোনও কংগ্রেস দল কেন্দ্রে ৩০০টির বেশি আসন পেয়ে সরকার গঠন করছে। এর আগে এই ঘটনা ভারতের সংসদীয় ইতিহাসে ঘটেনি।

বিরাট জয়

বিরাট জয়

বিজেপি এবার পেয়েছে ৩০৩ টি আসন। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত কংগ্রেসই বারবার কেন্দ্রে সরকার গঠন করেছে। ১৯৭২ সালে ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর পরের নির্বাচন হয় ১৯৭৭ সালে।

অকংগ্রেসী সরকার

অকংগ্রেসী সরকার

সেই প্রথমবার কেন্দ্রে অকংগ্রেসী সরকার ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন জনতা পার্টির মোরারজি দেশাই। তাঁদের জোট সামগ্রিকভাবে ৩৪৫টি আসন পেয়েছিল। এরপরেও কেন্দ্রে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সরকার গঠিত হয়। পরের দিকে ক্ষমতা পান নরসীমা রাও।

বাজপেয়ী ক্ষমতায়

বাজপেয়ী ক্ষমতায়

ফের একবার ১৯৯৬ সালে বিজেপি ক্ষমতায় আসে। তবে সেবার অটল বিহারী বাজপেয়ী সরকার মাত্র ১৬১টি আসনে জয়ী হয়েছিল। ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেও সেবার মাত্র ১৮২টি আসনে জয়ী হয় তাঁর দল। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ থেকে বারবার অনেক দূরে থেকেছে অকংগ্রেসী দলগুলি।

নয়া ইতিহাস

নয়া ইতিহাস

২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার চলেছিল। ২০১৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। আর এবার প্রথম অকংগ্রেসী দল হিসেবে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড গড়ে ফের ক্ষমতায় এল বিজেপি।

English summary
BJP creates history by becoming first non Congress party to get over 300 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X