For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সঙ্গী খুঁজে পেল উত্তরপ্রদেশে, লোকসভা ভোটের মুখে কিস্তিমাত অমিতের

মহারাষ্রে্থ শিবসেনার সঙ্গে চরম মনোমালিন্য সত্ত্বেও লোকসভা নির্বাচনের আগে জোট গড়তে সমর্থ হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশেও বিজেপি মতপার্থক্য মিটিয়ে নিল আপনা দলের সঙ্গে।

Google Oneindia Bengali News

মহারাষ্রেুট শিবসেনার সঙ্গে চরম মনোমালিন্য সত্ত্বেও লোকসভা নির্বাচনের আগে জোট গড়তে সমর্থ হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশেও বিজেপি মতপার্থক্য মিটিয়ে নিল আপনা দলের সঙ্গে। লোকসভা নির্বাচন শুরুর প্রাক্কালে আপনা দলকে আসন ছেড়ে বিজেপি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করল। উল্লেখ্য, উত্তরপ্রদেশে এবার সপা-বসপার জোট হওয়ায় বিজেপি ব্যাকফুটে চলে যায়।

বিজেপি সঙ্গী খুঁজে পেল উত্তরপ্রদেশে

এদিকে কংগ্রেস উত্তরপ্রদেশে সবকটি আসনে প্রার্থী দিয়েছে। সপা-বসপার সঙ্গে প্রাক নির্বাচনী কোনও জোট হয়নি। এই অবস্থায় উত্তরপ্রদেশে আপনা দলের সঙ্গে আসন সমঝোতা করে নিল বিজেপি। বিজেপি চাইছে, সপা-বসপা আর কংগ্রেসের ভোট ভিন্ন বাক্সে পড়ুক, আর বাকি ভোট যেন তাঁদের বাক্সেই যায়।

গতবারও আপনা দলের সঙ্গে জোট করে বিজেপি ভোট যুদ্ধে সামিল হয়েছিল। আপনা দলকে ২টি আসন ছেড়েছিল বিজেপি। এবারও তার অন্যথা হল না। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আপনা দলের সঙ্গে সমঝোতা করে ভোট-লড়াইয়ের ব্যাপারে সম্মত হলেন। এবং আপনা দলকে উত্তর প্রদেশে দুটি আসন ছেড়ে দিলেন।

বিজেপি ও আপনা দলের এই সমঝোতাকে তুলে ধরে কংগ্রেসকে একহাত নিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি বলেন, কংগ্রেসের শেখা উচিত বিজেপির কাছে। কীভাবে ছোট দলকে সম্মান করতে হয়। উল্লেখ্য, উত্তরপ্রদেশে যেমন জোট হয়নি কংগ্রেসের সঙ্গে, তেমনই অন্য রাজ্যেও সমাজবাদী পার্টি বা বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে কোনও জোট হয়নি।

English summary
Congress general secretary Priyanka Gandhi takes 140 km long ganga-yatra for campaigning of Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X