For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে ‘সুপারি কিলার’ তকমা! আরএসএসকে আইএসের সঙ্গে তুলনায় তোপ বিজেপির

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘কন্ট্রাক্ট কিলার’ আখ্যা দিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, বিদেশের মাটিতে বসে ভারতের ভাবমূর্তি নষ্ট করার ঠিকা নিয়েছেন কংগ্রেস সভাপতি।

Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে 'কন্ট্রাক্ট কিলার' আখ্যা দিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, বিদেশের মাটিতে বসে ভারতের ভাবমূর্তি নষ্ট করার ঠিকা নিয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি একজন সুপারি কিলারের মতো কাজ করছেন। জার্মানির বার্লিনে বসে কংগ্রেস সভাপতি আরএসএসকে মধ্য এশিয়ার আইএসএসের সঙ্গে তুলনা করেন। রাহুলের সেই আরএসএস-তোপের পাল্টা 'কন্ট্রাক্ট কিলার' তকমা দিল বিজেপি।

রাহুল ‘সুপারি কিলার’! আরএসএস-মন্তব্যের পাল্টা বিজেপির

বার্লিনে বিজেপি ও আরএসএসকে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, ধর্মের ভিত্তিতে গোটা দেশে বিভেদ সৃষ্টি করছে বিজেপি ও আরএসএস। ঠিক যেমনটা মধ্য এশিয়ায় উগ্র ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলি করে থাকে, তেমনই কাজ ভারতে করছে আরএসএস। বিজেপির অভিযোগ, তিনি ঘুরিয়ে আরএসএসকে তালিবানি সংগঠন বা আইএসের সঙ্গে তুলনা করেন।

রাহুলের এই মন্তব্যের জবাব দিতে বিজেপি একগুচ্ছ নেতা-নেত্রীকে নামিয়ে দিয়েছেন ময়দানে। তাঁরা কংগ্রেস সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। ঠিক যেমন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র নিশানা করেন। রাহুল গান্ধীকে সুপারি কিলার আখ্যা দিতেও পিছপা হলেন না তিনি। তিনি প্রশ্ন ছোড়েন রাহুল কি ভারতের ভাবমূর্তি নষ্ঠের ঠিকা নিয়েছেন? রাহুল কি বলতে চান ভারতের মানুষ একটি জঙ্গি সংগঠনকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন?

এ প্রসঙ্গেই তাঁর ব্যাখ্যা, আসলে রাহুল এখনও পরিণত হননি। ওঁর কোনও রাজনৈতিক বোধ নেই। যদি তিনি রাজনৈতিকভাবে বিচক্ষণ হতেন, তাহলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এমন কথা বলতেন না। এসব কথা পাকিস্তানের সংবাদের শিরোনামে স্থান পায় বলে তিনি মন্তব্য করেন। মোদী গরিব পরিবার থেকে প্রধানমন্ত্রী হয়েছেন বলে রাহুল গান্ধী বা কংগ্রেস সহ্য করতে পারছেন না বলে অভিমত সম্বিতের।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র মনে করেন, এ ধরনের মন্তব্যের জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমতা চাওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে সম্বিত পাত্র একটি টুইট করে বলেন, রাহুল গান্ধী হলেন এমন একজন রাজনীতিবিদ, যিনি কিছুই জানেন না, অথচ সব বিষয়ে বলতে চান। সেই কারণেই ফের তিনি এই বিপত্তি বাঁধালেন।

English summary
BJP counters Rahul Gandhi’s RSS-comment as contract killer. BJP spokesperson Sambit Patra says Rahul Gandhi takes contract to lost image of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X