For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে নীচু ব্যক্তি বলে অবমাননা, আপকে আরবান নকশাল কটাক্ষে পাল্টা বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বিজেপি। মোদীকে নীচু ব্যক্তি বলে অপমান আসলে গুজরাতকে অপমান।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বিজেপি। মোদীকে নীচু ব্যক্তি বলে অপমান আসলে গুজরাতকে অপমান। এ অপমান ভারত ও রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার অপমান বলে অভিহিত করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর মোদী স্বয়ং জানিয়েছেন, গুজরাতের মানুষ কখনও রাজ্যকে আরবান নকশালদের হাতে তুলে দেবে না।

মোদীকে নীচু ব্যক্তি বলে অবমাননা, আপকে আরবান নকশাল কটাক্ষ

আম আদমি পার্টির গুজরাত ইউনিটের প্রধান গোপাল ইতালিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তার পরিপ্রেক্ষিতে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য রবিবার টুইটারে সেই ভিডি শেয়ার করেন। সেখানে গোপাল ইতালিয়াকে বলতে শোনা যায় মোদী নীচ আদমি। তবে ভিডিওটি ২০১৯ সালের বলে দাবি।

সোমবার বিজেপির সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সম্বিত পাত্র বলেন, আম আদমি পার্টি একজন প্রধানমন্ত্রী প্রসঙ্গে সযে ভাষা ব্যবহার করেছে, তাতেই তাদের উদ্দেশ্য কী বোঝা যায়। একজন প্রধানমন্ত্রীকে নীচ আদমি বলা যায় না। কারণ সব প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন। তাঁদের নীচ আদমি বলা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার অপমান। দেশের সংসদীয় প্রক্রিয়ার অপমান।

সম্বিত পাত্র এদিন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের পর আম আদমি পার্টির প্রধানও প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এখই রাস্তায় হাঁটলেন। প্রধানমন্ত্রী মোদী যেহেতু গুজরাতের বাসিন্দা এটা গুজরাতেরও অপমান। সারা দেশে কংগ্রেসের কী অবস্থা হয়েছে, তা সবাই দেখতে পাচ্ছে। এবার আম আদমি পার্টিরও সেই একই হাল হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ভিডিও সামনে আসার পর সোমবার নরেন্দ্র মোদী বলেছিলেন, শহুরে নকশালরা তাদের চেহারা পরিবর্তন করে গুজরাতে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু রাজ্য তাদের সেই চেষ্টা রুকে দেবে। গুজরাতের মানুষ কখনও শহুরে নকশালদের আমল দেবে না। গুজরাতের ভারুচ জেলায় দেশের প্রথম বাল্ক ড্রাগ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গুজরাতে এ বছরের শেষেই বিধানসভা নির্বাচন। এবার আম আদমি পার্টি গুজরাতে পাখির চোখ করেছে। দিল্লির পর পাঞ্জাব দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার তারা মোদীর রাজ্যে নজর দিয়েছে। আর লাগাতার গুজরাতে নির্বাচনী প্রচারে বিজেপিকেই টার্গেট করছেন কেজরিওয়াল ও ভগবন্ত মানরা। এই অবস্থায় বিজেপি আপকে রুখতে তাঁদের নেতাদের অবমাননাকর মন্তব্যকে হাতিয়ার করেছেন। আপ জানিয়েছে, বিজেপি ইস্যুভিত্তিক লড়তে না পেরে পুরনো ভিডিও সামনে এনে কুৎসা করে জিততে চাইছে।

English summary
BJP counters Aam Admi Party for calling Narendra Modi is lowly person and AAP gets ‘Urban Naxals title.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X