For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোটেলে পুলিশ-মহিলা আইনজীবী, চড়-থাপ্পড়ে বিজেপি নেতার ‘দাদাগিরি’ এখন ভাইরাল

পুলিশ পিটিয়ে শিরোনামে বিজেপি নেতা। বিজেপি নেতার ‘দাদাগিরি’ চলল ক্যামেরার সামনেই। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেল।

  • |
Google Oneindia Bengali News

পুলিশ পিটিয়ে শিরোনামে বিজেপি নেতা। বিজেপি নেতার 'দাদাগিরি' চলল ক্যামেরার সামনেই। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেল। মীরাটের ওই বিজেপি কাউন্সিলার পুলিশ অফিসারকে চড় মেরে শেষপর্যন্ত গেলেন শ্রীঘরে। পুলিশ অফিসারের সঙ্গে থাকা এক মহিলা আইনজীবীকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ বিজেপি নেতা মণীশ কুমারের বিরুদ্ধে।

ক্যামেরায় দাদাগিরি, দেখুন ভিডিও

ক্যামেরায় ধরা পড়েছে, ওই বিজেপি নেতা পুলিশ অফিসারকে চড় মারছেন। পুলিশ অফিসারের সঙ্গে থাকা এক মহিলা আইনজীবীকেও মারধর করছেন তিনি। নিজের হোটেলে বিজেপি নেতা ওই কাণ্ড ঘটানোর পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। উত্তরপ্রদেশের মীরাটের একটি হোটেলের ভিতরে এই ঘটনা ঘটে।

কী হয়েছিল ওইদিন?

কী হয়েছিল ওইদিন?

শুক্রবার সন্ধ্যার ঘটনা। ওইদিন হোটেলে ডিনার করতে গিয়েছিলেন মহিউদ্দিনপুর আউটপোস্টের ইনচার্জ সাব ইন্সপেক্টর সুখপাল সিং পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা আইনজীবীও। রেস্টুরেন্টে খাবারের অর্ডার দেওয়ার পরও দীর্ঘক্ষণ বসে থাকতে হওয়ায় ওয়েটারের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেন পুলিশ অফিসার।

তর্কাতর্কির মধ্যেই চড়-থাপ্পড়

এই ঘটনা চলাকালীনই ঘটনাস্থলে চলে আসেন হোটেল মালিক বিজেপি নেতা মণীশ কুমার। তাঁর সঙ্গেও তীব্র বচসা বাধে মহিলা আইনজীবীর। পুলিশ অফিসারের সঙ্গে বাঝে ঝগড়াঝাটি। তর্কাতর্কির মধ্যেই পুলিশের পোশাকে থাকা সুখপাল সিংকে থাপ্পড় মারতে থাকেন ওই বিজেপি নেতা। মাটিতে ফেলে পুলিশ অফিসারকে পেটানো হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়।

বিজেপি নেতার পাশে কর্মী-সমর্থকরা

বিজেপি নেতার পাশে কর্মী-সমর্থকরা

বিজেপি নেতার পাল্টা অভিযোগ, ওই পুলিশ অফিসার মদ্যপ ছিলেন। তাঁর সঙ্গে থাকা মহিলা আইনজীবী হোটেলে ভাঙচুরও করেন। যদিও পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। বিজেপি কাউন্সিলরের সমর্থনে এগিয়ে আসেন কর্মী-সমর্থকরা। তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের দাবি, বিজেপি নেতার কীর্তির ছবি দেখানোর পর বিক্ষোভকারীরা ফিরে গিয়েছেন।

পুলিশ পিটিয়ে শ্রীঘরে

বিজেপি কাউন্সিলর মণীশ কুমারের বিরুদ্ধে ভারতী দণ্ডবিধির ৩৯৫ ও ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ৩৯৫ ধারায় লুঠপাটের অভিযোগ ও ৩৫৪ ধারায় নিগ্রহ ও মহিলাকে শ্লীলতাহানির অভিয়োগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত বিজেপি নেতা মীরাটের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

English summary
BJP councilor of Meerut is arrested thrashes police and lady lawyer. SI and Lawyer came in hotel and argument with waiter. Then BJP leader thrashes them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X