For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রায়বরেলিতে রাহুলের সভাস্থলের কাছেই কংগ্রেস-বিজেপি হাতাহাতি

রায়বরেলিতে রাহুল গান্ধীর সভাস্থলের কাছেই ঝামেলায় জড়াল বিজেপি ও কংগ্রেস। স্থানীয় প্রশাসনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কংগ্রেসের বিধান পরিষদ সদস্য দীপক সিং।

  • |
Google Oneindia Bengali News

রায়বরেলিতে রাহুল গান্ধীর সভাস্থলের কাছেই ঝামেলায় জড়াল বিজেপি ও কংগ্রেস। স্থানীয় প্রশাসনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কংগ্রেসের বিধান পরিষদ সদস্য দীপক সিং।

রায়বরেলিতে রাহুলের সভাস্থলের কাছেই কংগ্রেস-বিজেপি হাতাহাতি

[আরও পড়ুন:বিজেপির বাইক মিছিলের শুরুতেই হামলার অভিযোগ, মিছিল বন্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য ][আরও পড়ুন:বিজেপির বাইক মিছিলের শুরুতেই হামলার অভিযোগ, মিছিল বন্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য ]

জানা গিয়েছে, বিজেপি সমর্থকরা কংগ্রেস সভাপতির যাত্রাপথে বাধা বাধার সৃষ্টি করে। ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভও দেখায়। এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও কংগ্রেস কর্মী-সমর্থকরা।

সভাপতি হওয়ার পর সোমবারই উত্তরপ্রদেশে দুদিনের সফর শুরু করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লখনৌ থেকে আমেথি যাওয়ার পথে হনুমান মন্দিরেও যান রাহুল গান্ধী।

রায়বরেলিতে রাহুলের সভাস্থলের কাছেই কংগ্রেস-বিজেপি হাতাহাতি

[আরও পড়ুন:ঘন কুয়াশায় আচ্ছন্ন শহর, তাপমাত্রা কি আর কমবে, জেনে নিন][আরও পড়ুন:ঘন কুয়াশায় আচ্ছন্ন শহর, তাপমাত্রা কি আর কমবে, জেনে নিন]

লখনৌ-রায়বরেলির রাস্তায় চুরভা হনুমান মন্দিরে পুজো দেন রাহুল গান্ধী। এরপরে লখনৌ-এ উৎসাহী কংগ্রেস কর্মীরা দলের সভাপতিকে মালা পরিয়ে দেন।

মন্দিরে প্রার্থনা করার পর বছর ৪৭-এর রাহুল গান্ধী কপালে তিলক লাগিয়ে বেরিয়ে আাসেন।

গুজরাত নির্বাচনের আগে গুজরাতের প্রায় ২০টি মন্দিরে গিয়েছিলেন রাহুল। সেই সময় বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়, শুধুমাত্র ভোটের জন্যই রাহুলের এই মন্দির সফর। বর্তমানে রাহুল গান্ধীর উত্তরপ্রদেশ সফর বিজেপির এই অভিযোগকে ভোঁতা করে দেবেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

তাঁর মন্দির যাত্রা সম্পর্কে রাহুল গান্ধী বলেছিলেন, শিবভক্ত হিসেবে তিনি গুজরাতের ভাল চান। সেই জন্যই তাঁর মন্দির সফর।

English summary
BJP-Congress workers clash during Rahul Gandhi's Raebareli visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X