For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জার্মানিতে রাহুল গান্ধীর আইএস মন্তব্য, তীব্র নিন্দা বিজেপির

জার্মানিতে আইএস-এর প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীর করা মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। তারা বলেছে এটি একটি হুমকি।

  • |
Google Oneindia Bengali News

উন্নয়ন থেকে নির্দিষ্ট এক শ্রেনীর মানুষকে বঞ্চিত করলে তার ফল কি হতে পারে তা বোঝাতে জার্মানীতে রাহুল গান্ধী জঙ্গী গোষ্ঠী আইএস-এর উদাহরণ দিয়েছেন। কিন্তু আইএস-এর প্রসঙ্গ টানায় এনিয়ে ভারতে বিজেপি নেতাদের থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। তাঁদের অভিযোগ রাহুল বকলমে আইএস-কে ন্যায্যতা দিয়েছেন।

রাহুল গান্ধীর আইএস মন্তব্য, তীব্র নিন্দা বিজেপির

জার্মানীর হামবার্গ শহরের বুচেরিয়াস সামার স্কুলে এক প্রশ্নোত্তর পর্বে রাহুল বলেন, একুশ শতকে একাংশের মানুষকে দূরে সরিয়ে রাখাটা অত্যন্ত বিপজ্জনক। কারণ আপনি তাদের দূরে সরালে আর কেউ তাদের কাছে টেনে নিতে পারে। আর এটাই একটা বড় অংশের মানুষকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে রাখার সবচেয়ে বড় বিপদ।'

ভারতে গণহিংসার ঘটনা বাড়ার কারণ হিসেবে তিনি দায়ী করেন মোদী সরকারের আমলের বেকারত্বকে। তিনি আরও বলেন, মোদীর নোট বাতিলের ফলে তীব্র সমস্যায় পড়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। ব্য়বসা হারিয়ে এখনন অনেকেই বেকার। তিনি সরাসরি অভিযোগ করেন, 'মোদীর সরকার মনে করে দলিত, কৃষক, নিচু জাত, সংখ্যালঘু, খেটে খাওয়া মানুষরা এলিট ক্লাসের সমান সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নন'।

এর থেকে কী মারাত্মক ক্ষতি হতে পারে তা বোঝাতেই তিনি আইএস-এর প্রসঙ্গ টানেন। বলেন, ২০০৩ সালের পর থেকে আমেরিকা ইরাকে, সেদেশের এক বিশেষ সম্প্ররদায়কে সরকারি চাকরি ও সেনাবাহিনীতে চাকরি পাওয়া থেকে বঞ্চিত করতে একটি আইন তৈরি করেছিল। সেই সময়ের জন্য ওই সিদ্ধান্তকে নির্দোষ বলে মনে হলেও পরে সেই ঘটনাই আইএস-এর জন্ম দেয় বলে দাবি করেন রাহুল।

এতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতারা। বিজেপি দলের পক্ষ থেকে রাহুলের এই বক্তব্যকে 'হুমকি' হিসেবেই দেখানো হয়েছে। তারা বলেছে 'বকলমে সন্ত্রাসবাদকে ন্যায্য়তা দেওয়া'-র জন্য রাহুলের ক্ষমা চাওয়া উচিত।

কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন, 'কংগ্রেস ও রাহুল গান্ধীর এমন কিছু বলা উচিত নয়, যাতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি উৎসাহ পায়।' বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও বলেন, মোদী ভারতকে ভিশন না দিলে আইএস জঙ্গিরা দেবে - রাহুল গান্ধীর এই হুমকি শুনে তিনি আতঙ্কিত। একজন প্রধানমন্ত্রী আকাঙ্খীর এরকম কথা বলা উটি নয় বলে মত দেন তিনি।

English summary
BJP condemns Rahul Gandhi's IS reference in Germany. They said that it was a threat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X