For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনের আগে জেপি নাড্ডাকে প্রতীকি সমাধি দেওয়া হল তেলঙ্গনায়, নিন্দায় সরব বিজেপি

Google Oneindia Bengali News

৩ নভেম্বর উপনির্বাচন রয়েছে তেলেঙ্গনার মুনুগুড়েতে। আর তার আগেই হুলস্থুলু কাণ্ড বেধে গেল এখানে। বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মিলে প্রতীকিভাবে সমাধি দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আসলে তেলেঙ্গনার নালগোন্ডা জেলায় ফ্লুরাইড মিটিগেশন ও গবেষণা কেন্দ্র করার আশ্বাস দিয়েছিল কেন্দ্র, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর তা না হওয়ায় এভাবেই প্রতীকি বিক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জেপি নাড্ডাকে প্রতীকি সমাধি দেওয়া হল তেলঙ্গনায়

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সব দলের জন্য এই উপনির্বাচন একরকমভাবে নিজেদেরকে পরীক্ষা করে নেওয়ার কাজ করবে। এক বছর আগে একশো কোটি টাকার আঞ্চলিক ফ্লোরাইড মিটিগেশন ও গবেষণা কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল এবং তা হস্তান্তর করা হত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনকে। যদিও সেটার কাজ এখনও এগোয়নি। গবেষা কেন্দ্রটি ফ্লোরাইডের প্রভাব হ্রাস, আক্রান্তদের চিকিৎসা এবং ভবিষ্যত প্রজন্মের উপর ফ্লোরাইডের প্রভাব পরীক্ষা করা সহ অন্যান্য বিষয়ে গবেষণা করার তৈরি করার কথা ছিল।

আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে নালগোন্ডার একটি গ্রামের মাটির রাস্তা খুড়ে সেখানে কবর তৈরি করা হয়েছে। কবরে ওপরে দেওয়া হয়েছে মালা। সামনে রাখা হয়েছে নাড্ডার ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে প্রদেশ বিজেপি নেতৃত্ব রীতিমতো ক্ষোভে ফুঁসছে। তারা কড়া ভাষায় এর নিন্দা করেছে। রাজ্যের শাসক দল টিআরএসের সমালোচনা করে দাবি করেছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারির।

পুত্রশোক কাটিয়ে মার্কিন মুলুকে ‌পদ্মভূষণ সম্মানে ভূষিত মাইক্রোসফট সিইও সত্য নাদেলাপুত্রশোক কাটিয়ে মার্কিন মুলুকে ‌পদ্মভূষণ সম্মানে ভূষিত মাইক্রোসফট সিইও সত্য নাদেলা

English summary
JP Nadda was given a symbolic burial in Telangana ahead of the by-elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X