For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জিতে নিলেন আস্থা ভোট, শুরু নতুন পথ চলা

কর্ণাটকে বিধানসভায় আস্থা ভোটে জিতলেন বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে বিধানসভায় আস্থা ভোটে জিতলেন বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সবমিলিয়ে ১৭জন বিধায়ক বরখাস্ত হওয়ায় ১০৫টি ভোটের প্রয়োজন ছিল। যা ইতিমধ্যেই বিজেপির কাছে ছিল। ফলে জয় পেতে বিজেপির অসুবিধা হয়নি।

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জিতে নিলেন আস্থা ভোট, শুরু নতুন পথ চলা

আস্থা ভোটে জিতে ইয়েদুরাপ্পা বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। মানুষকে ক্ষমা করায় বিশ্বাসী তিনি। কংগ্রেস ও জেডিএসের জোটের বিধায়কেরা সরে দাঁড়ানোয় কর্ণাটকে বেশ কিছুদিন ধরে ডামাডোল চলে। মাঝখান থেকে আস্থা ভোট হওয়ায় বিজেপি জিতে এবার সরকার গঠন করল।

[আরও পড়ুন:লিঙ্গায়েত নেতা থেকে ৪ বারের মুখ্যমন্ত্রী! একনজরে বিএস ইয়েদুরাপ্পার রাজনৈতিক কেরিয়ার][আরও পড়ুন:লিঙ্গায়েত নেতা থেকে ৪ বারের মুখ্যমন্ত্রী! একনজরে বিএস ইয়েদুরাপ্পার রাজনৈতিক কেরিয়ার]

গত সপ্তাহে কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে নেমে এইচডি কুমারস্বামীর সরকার হেরে যায়। কুমারস্বামীর জোট পেয়েছিল মাত্র ৯৯টি ভোট। এদিকে বিজেপির হাতে ছিল ১০৫টি ভোট। ফলে সরকার পড়ে যায়।

[আরও পড়ুন: কংগ্রেসের দুর্দশা নিয়ে হতাশা ব্যক্ত করলেন শশী থারুর; কিন্তু দলের মুক্তি কোন পথে কেউ জানে কি?][আরও পড়ুন: কংগ্রেসের দুর্দশা নিয়ে হতাশা ব্যক্ত করলেন শশী থারুর; কিন্তু দলের মুক্তি কোন পথে কেউ জানে কি?]

এরপরে দিন দুয়েক অপেক্ষার পর ইয়েদুরাপ্পা রাজ্যপাল বাজুভাই বালার কাছে আহ্বান জানান যেন তাঁকে সরকার গড়তে দেওয়া হয়। সেইমতো তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তারপরে এদিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেললেন এই লিঙ্গায়েত নেতা।

[আরও পড়ুন: অবশেষে ভরা সংসদে ক্ষমা চাইলেন আজম খান][আরও পড়ুন: অবশেষে ভরা সংসদে ক্ষমা চাইলেন আজম খান]

English summary
BJP CM BS Yeddiurappa wins trust vote in Karnataka assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X