For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে সিএএ-র প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে মাও যোগ, দাবি বিজেপির

অসমে সিএএ-র প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে মাও যোগ, দাবি বিজেপির

  • |
Google Oneindia Bengali News

অসমে নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে মাও যোগ, দাবি বিজেপির

অসমে সিএএ-র প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে মাও যোগ, দাবি বিজেপির

অসমে সিএএ বিরোধী প্রতিবাদে একাধিক হিংসাত্মক ঘটনায় রয়েছে পপুলার ফ্রন্ট ও মাও যোগ, দাবি অসম বিজেপির

সম্প্রতি অসম বিজেপি দাবি করেছে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন রাজ্যে ঘটে যাওয়া একাধিক হিংসাত্মক ঘটনায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এবং মাওবাদীরা জড়িত রয়েছে।

বৃহস্পতিবার অসম বিজেপি ইউনিটের সভাপতি রণজিৎ কুমার দাস একটি সংবাদ সম্মেলনের সময় একথা বলেন। তার দাবি সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন পিএফআইয়ের কর্মীরা এবং মাওবাদীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সহিংস ঘটনা গুলিতে সক্রিয়ভাবে জড়িত ছিল।

পাশাপাশি এর জন্য তিনি অসমের সক্রিয় কৃষক সংগঠন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বা কেএমএস-কেও কাঠগড়ায় তোলেন। তার দাবি কেএমএসের নামে মাওবাদীরাই অসমের তিনসুকিয়া জেলায় ছাবুয়ায় বিজেপি বিধায়ক বিনোদ হাজারিকার বাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "মাওবাদীরা ছাবুয়া অঞ্চলে ট্রেজারি অফিস, ডাকঘর, পঞ্চায়েত অফিস সহ বেশ কয়েকটি সরকারি দফতরও পুড়িয়ে দিয়েছে। আমরা নিশ্চিত করেছি যে এই আন্দোলনের পিছনে কিছু পিএফআই কর্মী রয়েছেন এবং তারা সক্রিয়ভাবে কাজ করছেন। গুয়াহাটিতে পিএফআইয়ের নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে সক্রিয় রয়েছে এবং তারা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করার চেষ্টা করছে। "

বর্তমানে তিনি সরকারকে অসমের পিএফআই এবং মাওবাদীদের বিরুদ্ধে কঠোরোতম ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে গুয়াহাটিতে সিএএ বিরোধী হিংসার ঘটনায় ইতিমধ্যেই অসম পুলিশ অসম পিএফআই-এর সভাপতি আমিনুল হক ও প্রেস সচিব মোহাম্মদ মুজাম্মিল হককে গ্রেপ্তার করেছে।

দিল্লি কার দখলে? সিদ্ধান্ত পূর্বাচঞ্চল আর পাঞ্জাবি ভোটারদের হাতেদিল্লি কার দখলে? সিদ্ধান্ত পূর্বাচঞ্চল আর পাঞ্জাবি ভোটারদের হাতে

English summary
BJP claims that Maoist are involved in several violent incidents in protest against new citizenship law in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X