For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল করবেন না, 'ছদ্মবেশী' রাহুলের নাম উল্লেখ করে সোনিয়াকে চিঠি নাড্ডার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল করবেন না, 'ছদ্মবেশী' রাহুলের নাম উল্লেখ করে সোনিয়াকে চিঠি নাড্ডার

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে কংগ্রেস (congress) সভানেত্রী সোনিয়া গান্ধীকে (sonia gandhi) চিঠি বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (jp nadda)। চিঠিতে তিনি বলেছেন, করোনার বিরুদ্ধে দেশের লড়াইকে কংগ্রেস যেন দুর্বল না করে। পাশাপাশি সেখানে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নামও উল্লেখ করেছেন। এই লড়াইয়ে রাহুল গান্ধী দ্বিচারি এবং ছদ্মবেশীর ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

কেন্দ্রের পদক্ষেপের উল্লেখ

কেন্দ্রের পদক্ষেপের উল্লেখ

চিঠিতে জেপি নাড্ডা দেশে করোনা নিয়ন্ত্রণে কেন্দ্র যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার উল্লেখ করেছেন। সেই সময়ে কংগ্রেস এবং তাদের দলের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী করোনার মোকাবিলার বদলে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তিনি। চিঠিতে নাড্ডা বলেছেন, দিনের পর দিন করোনা মোকাবিলায় কেন্দ্রের সমালোচনায় তিনি আহত। পাশাপাশি তিনি কংগ্রেস সভানেত্রীকে তাঁর দলের (কংগ্রেস) ভূমিকা বিশ্লেষণ করে দেখতে অনুরোধ করেছেন।

সব ধরনের চেষ্টা করছে কেন্দ্র

সব ধরনের চেষ্টা করছে কেন্দ্র

চিঠিতে জেপি নাড্ডা দাবি করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার করোনার বিরুদ্ধে লড়াইয়ে সব ধরনের প্রচেষ্টা করছে। করোনার মহামারীর সময়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন। এমন কী প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার কথাও উল্লেখ করেছেন। যেখানে দেবগৌড়া বলেছেন, দরিদ্ররা খাদ্য এবং অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গবিরদের গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার।

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর চিঠিতে কংগ্রেস নেতা এবং এক মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করেছেন। অর্থহীন প্রচারের অভিযোগ করেছেন তিনি। জেপি নাড্ডা বলেছেন, ভারতে তৈরি ভ্যাকসিনের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি বলেছেন, কেন্দ্র এখনও পর্যন্ত ১৬ লক্ষ ভ্যাকসিন বন্টন করেছে। আর এখনও ৫০ শতাংশ ভ্যাকসিন বিনামূল্যেই সরবরাহ করছে। তিনি বলেছেন, বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলি বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে। তাহলে কংগ্রেস শাসিত রাজ্যগুলি কেন তা পারবে না। কংগ্রেস শাসিত রাজ্যগুলি করোনার মোকাবিলায় কেন্দ্রের নির্দেশিকাকে অমান্য করছে বলেও অভিযোগ করেছেন এমন কি রাজ্যগুলি কেন্দ্র থেকে কোনও তথ্যও নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

 কংগ্রেসের ছদ্মবেশী ভূমিকা

কংগ্রেসের ছদ্মবেশী ভূমিকা

জেপি নাড্ডা বলেছেন, দেশের মানুষ কংগ্রেসের দ্বিচারি এবং ছদ্মবেশী ভূমিকা মনে রাখবে। কেননা রাহুল গান্ধী প্রথমে লকডাউনের বিরোধিতা করে পরে তারই দাবি তুলেছেন। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সুপার স্পেডারের ভূমিকা নিয়েছেন। পাশাপাশি কেরলে বড় সমাবেশেরও আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের দাবি ২০১২ সাল থেকে, বলেছেন তিনি। একদিকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ছত্তিশগড় সরকার নতুন বিধানসভা ভবন তৈরির কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাজীবের এলাকায় অ্যাম্বুলেন্সের সারি নিয়ে সরব হওয়ার পর বড়সড় অভিযোগে পাপ্পু যাদব গ্রেফতাররাজীবের এলাকায় অ্যাম্বুলেন্সের সারি নিয়ে সরব হওয়ার পর বড়সড় অভিযোগে পাপ্পু যাদব গ্রেফতার

গত ৭০ বছরে স্বাস্থ্যে গুরুত্ব দেওয়া হয়নি

গত ৭০ বছরে স্বাস্থ্যে গুরুত্ব দেওয়া হয়নি

জেপি নাড্ডা বলেছেন, গত ৭০ বছরে দেশে স্বাস্থ্যে বিনিযোগ হয়েছে অনেক কম। বিষয়টি সুপ্রিম কোর্টও বলেছে। এই সময়ের মধ্যে কে বেশি সময় ক্ষমতায় ছিল প্রশ্ন করেছেন নাড্ডা।

English summary
BJP chief JP Nadda writes letter to Sonia Gandhi not to weak country's fight against Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X