For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ভোট দিলেই উন্নয়নের মূল পথে! কংগ্রেসের বিরুদ্ধে চড়া সুর মোদীর

বিজেপিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের মূলধারায় যোগ দেবে মিজোরাম। সেরাজ্যে ভোটপ্রচার গিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বে এখন একমাত্র মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে ভোট দিয়ে দেশের উন্নয়নের মূলধারায় যোগ দেবে মিজোরাম। সেরাজ্যে ভোটপ্রচার গিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বে এখন একমাত্র মিজোরামে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।

১৯৯৩ থেকে লড়াই করে ১ টি আসনও নেই বিজেপির

১৯৯৩ থেকে লড়াই করে ১ টি আসনও নেই বিজেপির

১৯৯৩ থেকে মিজোরামে ভোটে লড়াই করছে বিজেপি। কিন্তু খ্রিস্টান অধ্যুষিত এই রাজ্যে কোনও আসন আজ পর্যন্ত দখল করতে পারেনি বিজেপি। এবার রাজ্যে ৪০ টি আসনের মধ্যে ৩৯ টিতে প্রার্থী দিয়েছে বিজেপি। তাদের আশা এবারে মিজোরামে সরকার গঠন উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে দল।

মূল লড়াই কংগ্রেস ও মিজো ন্যাশনাল ফ্রন্টের

মূল লড়াই কংগ্রেস ও মিজো ন্যাশনাল ফ্রন্টের

মিজোরাম এমন একটি রাজ্য যেখানে বিজেপির কোনও বিধায়ক নেই। ফলে সরকারের সমর্থন কিংবা বিরোধী কোনও জোটেই নেই তারা। ফলে মিজোরামের লড়াই মূলত হচ্ছে কংগ্রেসের সঙ্গে মিজো ন্যাশনাল ফ্রন্টের।

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

লাংলেই-এর নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ করেন। ২৮ নভেম্বরের নির্বাচনে বিজেপি জয়ী হলে সেখানে উন্নয়নের হার দ্রুতগামী হবে বলেও জানিয়েছেন তিনি। প্রচারে প্রধানমন্ত্রী বলেন, মিজোরামের উন্নয়ন দ্রুততর করতে এবং দুর্নীতি মুক্ত সরকার প্রতিষ্ঠা করতে বিজেপি রাজ্যবাসীর সাহায্য চায়। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার, উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

উত্তরপূর্বের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির অপব্যবহার করেছে কংগ্রেস। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। নাম না করে কংগ্রেস সাংসদ শশী থারুরের সমালোচনা করেন তিনি। অভিযোগ, মাস কয়েক আগে উত্তর-পূর্বে সফররত প্রধানমন্ত্রীকে সেখানকার পোশাক দেওয়া হয়েছিল। বিষয়টিকে শশী থারুর অদ্ভুত বলে বর্ণনা করেছিলেন।

সুরক্ষার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুরক্ষার আশ্বাস প্রধানমন্ত্রীর

কংগ্রেসের আক্রমণের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, তাঁর দল রাজ্যের মানুষের ধর্মীয় ও সামাজিক সুরক্ষা দেবে।

উন্নয়নে মোদীর দাবি

উন্নয়নে মোদীর দাবি

প্রচারে প্রধানমন্ত্রী বলেন, গত চারবছরে উত্তর-পূর্বের রেল, রাস্তা, বিমান ও ইন্টারনেট সংযোগ উন্নয়নে ৯০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।

কংগ্রেস শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে মিজোরাম ধীর গতিতে চলছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

English summary
BJP in centre, state will take Mizoram to new heights, PM Modi says in Mizoram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X