For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহার মুম্বইয়ের আন্ধেরি পূর্ব উপনির্বাচন থেকে, নেপথ্যে কোন রহস্য

বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহার মুম্বইয়ের আন্ধেরি পূর্ব উপনির্বাচন থেকে, নেপথ্যে কোন রহস্য

Google Oneindia Bengali News

বিজেপি প্রার্থী নাম প্রত্যাহার করে নিল মুম্বইয়ের আন্ধেরি পূর্ব উপনির্বাচন থেকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছিল মুরজি প্যাটেল। বিজেপি মুম্বই উপনির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির এই সিদ্ধান্তে শিবসেনার ঠাকরে শিবিরের জয়ের পথ প্রশস্ত হল।

বিজেপি সিদ্ধান্ত নেয় উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহারের

বিজেপি সিদ্ধান্ত নেয় উপনির্বাচনে প্রার্থী প্রত্যাহারের

শারদ পাওয়ারের পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠি লিখে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় না করার অনুরোধ জানিয়েছিলেন। তারপর বিজেপি সিদ্ধান্ত নেয় উপনির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিতে। এর ফলে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের প্রা্রথী রুতুজা লাটকের জয়ের পথ প্রশস্ত হয়ে যায় আন্ধেরি পুর্ব কেন্দ্রে।

উদ্ধবপন্থী শিবসেনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথ পরিষ্কার

উদ্ধবপন্থী শিবসেনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথ পরিষ্কার

বিজেপি প্রার্থী মুরজি প্যাটেল নাম প্রত্যাহার করে নেওয়ায় আন্ধেরি পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে রুতুজা লাটকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। শিবসেনার প্রয়াত নেতা রমেশ লাকটের স্ত্রী রুতুজা বলেন, আমাকে সমর্থন করার জন্য আমি দলের সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। আমি জনগণের কল্যাণে কাজ করব।

বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের প্রয়োজন নেই

বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের প্রয়োজন নেই

শিবসেনার প্রয়াত বিধায়ক রমেশ লাটকের মৃত্যুতে নির্বাচনের প্রয়োজনীয়তা হয়েছিল আন্ধেরি পূর্ব কেন্দ্রে। শারদ পাওয়ার ও রাজ ঠাকরে আহ্বান জানিয়েছিলেন রমেশ লাটকের স্মরণে এই প্রতিদ্বন্দ্বিতা থেকে বিজেপিকে নাম তুলে নিতে। উদ্ধব বালাসাহেব ঠাকরে শিবসেনা প্রয়াত বিধায়কের স্ত্রীকে এই কেন্দ্র থেকে প্রার্থী করে। বিজেপি প্রার্থী করে মুরজি প্যাটেলকে। বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় এই কেন্দ্রে নির্বাচনের প্রয়োজন পড়ছে না।

সার্বিক সমর্থন পেয়ে বিধায়ক নির্বাচিত হচ্ছেন রুতুজা

সার্বিক সমর্থন পেয়ে বিধায়ক নির্বাচিত হচ্ছেন রুতুজা

২০২২ সালের প্রথমের দিকেই শিবসেনার বিধায়ক রমেশ লাটকের মৃত্যু হয়। রমেশের মৃত্যুর পর আন্ধেরি পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে উদ্ধবপন্থী শিবসেনার প্রার্থী হন তাঁর স্ত্রী রুতুজা। বিজেপি অবশেষে তাঁর বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে শারদ পাওয়ার ও রাজ ঠাকরের নেতৃত্বে। রুতুজাকে প্রত্যেক দলই সমর্থন করেছে। ফলে তিনি সার্বিক সমর্থন পেয়ে বিধায়ক নির্বাচিত হচ্ছেন।

একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ফড়নবীশের

একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত ফড়নবীশের

শারদ পাওয়ার আবেদন জানিয়েছেন তাঁদের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিজেপিকে নাম প্রত্যাহার করে নিতে। কিন্তু মহারাষ্র্ম নবনির্মাণ সেনার তরফে রাজ ঠাকরের একই দাবিতে চিঠি অনেকটাই বিস্ময়ের। শুধু তাই নয়, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের একজন বিধায়কও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিজেপিকে অনুরোধ করতে, যাতে তাঁরা প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। রাজ ঠাকরের চিঠির পর বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার।

অমিত শাহের ছেলেকে রাখা হল, সৌরভকে কেন বাদ? বিবিসিআই সভাপতি পদ নিয়ে মুখ খুললেন মমতাঅমিত শাহের ছেলেকে রাখা হল, সৌরভকে কেন বাদ? বিবিসিআই সভাপতি পদ নিয়ে মুখ খুললেন মমতা

English summary
BJP candidate withdraws name from Mumbai’s Andheri east by election and gives advantage Uddhav Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X