For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন কেন্দ্রের উপনির্বাচনেই জিতবে বিজেপি! তৃণমূল তৃতীয় হবে, উঠে এল ভবিষ্যদ্বাণী

লোকসভা নির্বাচনের পর প্রথম ভোট হল বাংলায়। তিন কেন্রেচল উপনির্বাচনে তাই টানটান উত্তেজনাও ছিল। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত অশান্তি হল বুথের পর বুথে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের পর এই প্রথম ভোট হল বাংলায়। তিন কেন্দ্রের উপনির্বাচনে তাই টানটান উত্তেজনাও ছিল। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত অশান্তি হল বুথে বুথে। এমনকী বিজেপি প্রার্থী প্রহৃত ও নিগৃহীত হলেন। এই অবস্থায় শাসক তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠে বিজেপির দাবি তিন কেন্দ্রেই জিতবেন তারা।

তিন কেন্দ্রেই জয়ী হবে বিজেপি

তিন কেন্দ্রেই জয়ী হবে বিজেপি

নদিয়ার করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মার খেতে হয়েছে। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে খড়গপুর ও কালিয়াগঞ্জে। বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে সন্রা হসের অভিযোগ করেছেন খড়গপুরের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। তিনি বলেন, যতই সন্ত্রাস করুক তৃণমূল, তিন কেন্দ্রেই জয়ী হবে বিজেপি।

তৃণমূল এবার তিন কেন্দ্রেই হারবে

তৃণমূল এবার তিন কেন্দ্রেই হারবে

তাঁর আরও দাবি, তৃণমূল এবার তিন কেন্দ্রেই হারবে। বিজেপি হবে প্রথম। খড়গপুরে তৃতীয় স্থান পাবে তৃণমূল। বিজেপির সঙ্গে লড়াই হবে বাম-কংগ্রেস জোট প্রার্থীর। প্রেমচাঁদ বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়। আমার সঙ্গে লড়াই হবে কংগ্রেস প্রার্থীর। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বিজেপির এই দাবি সমূলে উৎখাত করেছেন।

খড়গপুরে তৃণমূল জিততে পারেনি

খড়গপুরে তৃণমূল জিততে পারেনি

তিনি বলেন, রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনেই জিতবে তৃণমূল। খড়গপুরে আজ পর্যন্ত কোনওদিন তৃণমূল জিততে পারেনি। এই কেন্দ্র বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২০১৬ নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজয়ী হন। তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ২০১৬-য় তৃণমূল এই কেন্দ্রে তৃতীয় হয়েছিল। ২০১৯-এর লোকসভায় অবশ্য দু-নম্বরে ছিল তৃণমূল।

English summary
BJP candidate predicts TMC will stand for third, BJP will win. He predicts for Kharagpur and others two also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X