For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পোলিং অফিসারদের সাহায্য করছিলাম, ইভিএম চুরি করিনি', দাবি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের

Google Oneindia Bengali News

এরাজ্যের মতো গতকাল অসমেও ছিল ভোট৷ ভোট পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরে বিজেপি বিধায়কের গাড়িতে মিলল ইভিএম৷ চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী থাকল অসমের করিমগঞ্জ৷ অভিযোগ, ওই ইভিএমটি পাওয়া গিয়েছে অসমের বিজেপি এমএলএ কৃষ্ণেন্দু পালের গাড়িতে৷

কী বললেন অভিযুক্ত বিজেপি প্রার্থী?

কী বললেন অভিযুক্ত বিজেপি প্রার্থী?

এদিকে এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত কৃষ্ণেন্দু পাল দাবি করেন তিনি নাকি কোনও ইভিএম চুরি করেননি, বরং পোলিং অফিসারদের সাহায্য করতে তাঁর গাড়ির চালক সেই ইভিএমগুলিকে গাড়িতে করে পৌঁছে দিতে চেয়েছিলেন। তাঁর দাবি, নির্বাচনী আধিকারিকরাই নাকি তাঁর চালকের সাহায্য চেয়েছিলেন। তাই তাঁর চালক ইভিএম নিয়ে যেতে রাজি হন। তিনি দাবি করেন, আমার গাড়িতে স্টিকার লাগানো ছিল যেটা বলেছিল যে আমি বিজেপি প্রার্থী। সেটা আধিকারিকরা দেখেছিল কি না তা আমার জানা নেই।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, ভোট মেটার কিছুক্ষণ পর এমএলএ-র ব্যক্তিগত বোলেরো গাড়িতে পাওয়া যায় একটি ইভিএম৷ বিধায়কের গাড়িতে ইভিএম-এ পাওয়া যাওয়ায় উত্তপ্ত পরিবেশে তৈরি হয়৷ প্রতিবাদে মুখর হয় জনতা৷ চালক ও গাড়িটিকে তারাই পাকড়াও করে৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে আসে পুলিশ৷ পরিস্থিতি নিযন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে৷ নেতার গাড়িতে এভাবে ইভিএম পাওয়ার পর সেই বুথে ফের ভোটগ্রহণের ঘোষণা করেছে কমিশন। সাসপেন্ড করা হয়েছে ৪ আধিকারিককে।

বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর

বিজেপিকে কটাক্ষ প্রিয়াঙ্কা গান্ধীর

এদিকে এই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী৷ প্রিয়াঙ্কা লিখেছেন, 'প্রতিটি নির্বাচনে এমন একটি করে ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় ইভিএম কারো ব্যক্তিগত গাড়িতে৷ এরপরের বিষয়গুলিও মোটামুটি কমন ৷ যেমন, গাড়িটি সাধারণত বিজেপি প্রার্থীদেরই হয়ে থাকে এবং ইত্যাদি ইত্যাদি৷'

English summary
BJP candidate from assam accused of stealing EVMs said that his drover was helping poll officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X