For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান বিধানসভা ভোটে হারতে পারে বিজেপি, ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস, কী বলছে এবিপি-র সমীক্ষা

রাজস্থানে এবছর বিধানসভা ভোট রয়েছে। আগামী বছরের লোকসভা ভোটের আগে এই নির্বাচন বিজেপি ও কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে এবছর বিধানসভা ভোট রয়েছে। আগামী বছরের লোকসভা ভোটের আগে এই নির্বাচন বিজেপি ও কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যের ফলাফল বড় প্রভাব ফেলবে সংসদের নির্বাচনে। এমনিতে রাজস্থান বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। তবে গত এক-দেড় বছরে নানা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ও নেতৃত্বের উপরে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। যেটাকে কাজে লাগিয়েছে বিরোধী কংগ্রেস।

কংগ্রেস ক্ষমতায় ফিরবে!

কংগ্রেস ক্ষমতায় ফিরবে!

সরকার পাল্টানোর মতো হাওয়া বইতে শুরু করেছে। যেটাকে আরও উসকে দিচ্ছে সচিন পাইলটের নেতৃত্বে কংগ্রেস। এবং তাঁরা মনে করছে, ফের একবার রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরবে।

[আরও পড়ুন: ১৫ বছর পরে মধ্যপ্রদেশের ঘটি উল্টে যেতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা][আরও পড়ুন: ১৫ বছর পরে মধ্যপ্রদেশের ঘটি উল্টে যেতে পারে বিজেপির, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা]

২০১৩-র ফল

২০১৩-র ফল

এমনটা সমীক্ষায় উঠে এসেছে এবিপি নিউজেরও। ২০১৩ সালে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। অন্যান্যরা পেয়েছে ১৬টি আসন। বিজেপি পেয়েছিল ৪৫ শতাংশ, কংগ্রেস পেয়েছিল ৩৩ শতাংশ ও অন্যান্যরা পেয়েছিল ২২ শতাংশ ভোট।

[আরও পড়ুন: বাংলায় লোকসভা নির্বাচনে বাজিমাত করবে তৃণমূল, তবে বড় লাভ বিজেপির, কী বলছে এবিপি-র সমীক্ষা][আরও পড়ুন: বাংলায় লোকসভা নির্বাচনে বাজিমাত করবে তৃণমূল, তবে বড় লাভ বিজেপির, কী বলছে এবিপি-র সমীক্ষা]

উল্টে যেতে পারে ভোট শেয়ার

উল্টে যেতে পারে ভোট শেয়ার

এবিপি সমীক্ষা বলছে, ২০১৮ সালে এই ভোট শেয়ার উল্টে যেতে পারে। বিজেপি পেতে পারে মাত্র ৩৯ শতাংশ ভোট। কংগ্রেস বেড়ে গিয়ে পেতে পারে ৪৪ শতাংশ ভোট শেয়ার। এছাড়া অন্যান্যরা পেতে পারে ১৭ শতাংশ ভোট শেয়ার।

[আরও পড়ুন:আগামী লোকসভা ভোটে বাংলায় দিলীপ-মুকুলরা কি পারবেন তৃণমূলকে টেক্কা দিতে! কী বলছে সমীক্ষা][আরও পড়ুন:আগামী লোকসভা ভোটে বাংলায় দিলীপ-মুকুলরা কি পারবেন তৃণমূলকে টেক্কা দিতে! কী বলছে সমীক্ষা]

৪

প্রসঙ্গত, ২-১৩ সালে বিজেপির আসন বেড়েছিল ৮৫টি। কংগ্রেসের আসন কমে গিয়েছিল ৭৫টি। আর এবারও সেই ঘটনা উল্টে গিয়ে বিজেপি বিপদে পড়তে চলেছে এমনটাই মনে করছে এবিপি নিউজের সমীক্ষা।

English summary
BJP can lost Rajasthan Assembly Election as Congress likely to win, says ABP News Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X