For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় উত্তরপ্রদেশে কোন দল পাচ্ছে কটি আসন, একনজরে এবিপি নিউজের সমীক্ষা

লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরপ্রদেশে সম্ভাব্য ফল কী হতে চলেছে এবিপি নিউজের সমীক্ষার ভিত্তিতে, তা প্রকাশ্যে এল।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরপ্রদেশে সম্ভাব্য ফল কী হতে চলেছে এবিপি নিউজের সমীক্ষার ভিত্তিতে, তা প্রকাশ্যে এল। এবিপি নিউজের সমীক্ষায় দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ খারাপ খবর বয়ে আনছে বিজেপির জন্য। এবারের নির্বাচন বিজেপির কাছে বড় ধাক্কা হতে চলেছে উত্তরপ্রদেশে। এবিপি নিউজের সমীক্ষায় বিরোধী জোটের কাছে ধাক্কা খেতে পারে মোদীর দল।

সমীক্ষায় জোটের জয়

সমীক্ষায় জোটের জয়

আসন্ন লোকসভা নির্বাচনে এবার উত্তরপ্রদেশের এসপি-বিএসপি-আরএলডি জোট ফ্যাক্টর হয়ে উঠছে। এই জোট বিজেপির ঘুম কেড়ে নিতে চলেছে বলে আভাস দিয়েছে এবিপি নিউজের সমীক্ষা। ৮০ আসনের মধ্যে যোগী-রাজ্যে ৪২টি আসনে জয়ী হতে পারে তারা। মোট আসনের অর্ধেকের বেশি আসন পেতে পারে তারা। ৪২ শতাংশ ভোট পেতে পারে সপা-বসপা-আলএলডি জোট।

বিজেপি ধাক্কা খেতে পারে

বিজেপি ধাক্কা খেতে পারে

২০১৪ সালের নির্বাচনে এনডিএ এই রাজ্যে ৭৩টি আসন দখল করেছিল। কিন্তু এবার তাদের অর্ধেক আসন হয়ে যেতে পারে। এনডিএ বড়জোর ৩৬টি আসন জয় পেতে পারে। যদিও ভোট শতাংশে তাঁরা বিশেষ পিছিয়ে থাকবে না। এনডিএ ৪৩ শতাংশ ভোট পেতে পারে। উল্লেখ্য, ২০১৪ সালে এনডিএ উত্তরপ্রদেশে ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছিল।

কংগ্রেসের সম্ভাবনা কতটা

কংগ্রেসের সম্ভাবনা কতটা

গতবার কংগ্রেস উত্তরপ্রদেশে মাত্র ২টি আসনে জয় পেয়েছিল। এবারও তারা ২টি আসন ধরে রাখতে সমর্থ হবে। তবে কোনও আসন বাড়ার সম্ভাবনা নেই বলেই আভাস এবিপি নিউজের সমীক্ষায়। রাহুল গান্ধীর আমেথি ও সোনিয়া গান্ধীর রায়বরেলি থেকে জিতবে কংগ্রেস। তবে কংগ্রেসের ভোট বাড়বে কিছুটা। ৭.৮ শতাংশ থেকে তাঁদের ভোটপ্রাপ্তির হার হতে পারে ৯ শতাংশ।

সমীক্ষার কী ফল

সমীক্ষার কী ফল

সমীক্ষার চূড়ান্ত ছবি এমনটাই যে, বিরোধী জোট উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৪২টি আসন পেতে পারে, বিজেপি জোট অর্থাৎ এনডি পেতে পারে ৩৬টি। কংগ্রেস ২টি আসনে জিততে পারে। এই সমীক্ষায় অন্য দলগুলি কোন আসন দখল করতে পারবে না। তবে অন্যান্যদের ভোটের হার সামান্য বৃদ্ধি পাবে।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪ লোকসভা নির্বাচনে এনডিএ বিপুল সাফল্য পায় উত্তরপ্রদেশে। ৮০টির মধ্যে ৭৩টি আসন লাভ করে এনডি। বিজেপি একাই ৭১টি আসনে জয়লাভ করে। বাকি দুটি আসনে জয় পায় এনডিএ শরিক দল। ইউপিএ'র সমাজবাদী পার্টি জেতে ৫ আসনে। কংগ্রেস জয়ী হয় দুই কেন্দ্র। বিসপি কোনও খাতা খুলতে পারেনি।

English summary
BJP can defeat in Uttar Pradesh in Lok Sabha Election according to ABP news survey. The survey report says BJP will win only 36 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X